সাংবাদিক সেলিমকে খলেয়া গঞ্জিপুর কচিকন্ঠের আসরের ক্রেস্ট প্রদান

স্টাফ রিপোর্টারঃ
অনলাইন নিউজ পোর্টাল অবলোকনের  রংপুরের পাগলাপীর প্রতিনিধি ও পাগলাপীর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে স্মৃতি নিদর্শন স্বরুপ ক্রেস্ট প্রদান করলেন খলেয়া গঞ্জিপুর কচি কন্ঠের আসর নামে একটি বেসরকারী শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সংগঠন। জানাগেছে গত ২৫ শে মার্চ ২০১৬ সন্ধ্যায় খলেয়া গঞ্জিপুর স্কুল এন্ড কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তি’র সৌজন্যে বর্ণিল সাজে সজ্জ্বিত সু-বিশাল প্যান্ডেলে বিপুল সংখ্যক দর্শক ভক্ত শ্রোতাদের সমবেতর মধ্য দিয়ে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী খলেয়া গঞ্জিপুুর কচিকন্ঠের আসর এর ৩৩তম বর্ষপূর্তি ও প্রাক্তণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং ওপেন কনসার্ট অনুষ্ঠানে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাডঃ হোসনে আরা ডালিয়া, বিশেষ অতিথি সদর উপজেলার চেয়ারম্যান নাসিমা জামান ববি, খলেয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, সরকারী বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান প্রফেসর মোহাম্মদ শাহ্ আলম, খলেয়া গঞ্জিপুর স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি আশিকুর রহমান আলকাছ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন শাহ্, খলেয়া গঞ্জিপুর কচি কন্ঠের আসরের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সাদা মনের মানুষ মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও ভুমি সহকারী অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন তারাগঞ্জ ডাঙ্গীর হাট স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক পরিমল চন্দ্র সরকার, গোলাম সরোয়ার মির্জা, খলেয়া গঞ্জিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, লালচাঁদপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক সভাপতি শাহ্ মোঃ মাসুদ রানা ও নার্স লতিফা বেগম। আলোচনা সভা ও ওপেন কনসার্ট শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাডঃ হোসনে আরা ডালিয়া বিশেষ অতিথি সদর উপজেলার চেয়ারম্যান নাসিমা জামান ববি সহ অতিথিবৃন্দ খলেয়া গঞ্জিপুর কচি কন্ঠের আসরের পক্ষে স্মৃতির নিদর্শন স্বরুপ সম্মাননা ক্রেস্টটি সাংবাদিক হাবিবুর রহমান সেলিমের হাতে তুলে দেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অতিথি, প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও সমাজের বিশিষ্ট জনদের মাঝে স্মৃতি নিদর্শন স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সাংবাদিক হাবিবুর রহমান সেলিম গণমাধ্যম জগতে প্রথম বার তিনি ২০০৫ ইং সালে দৈনিক দাবানলের ৩৪ তম বর্ষপূর্তি উৎসবে শ্রেষ্ট সংবাদদাতা হিসেবে, দ্বিতীয়তে ২০১১/২০১২ইং সালে  পানবাজার প্রগতি ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে, তৃতীয়তে ২০১৪ইং সালে ধনতোলা সর্বজনীন নাট্যগোষ্ঠী সংস্থার ৪র্থ অবদান ‘সন্তান হারা মা’ নাট্যানুষ্ঠানে , চতুর্থ  ২০১৫ইং সালে খলেয়া গঞ্জিপুর স্কুল এন্ড কলেজ মাঠে উদয়মান তরুণ কন্ঠশিল্পী এস কে শানুর একক ‘মন পাখি’ নামে অ্যালবাম  প্রকাশনা উৎসবে, পঞ্চমবার  ২০১৫ ইং সালে ধনতোলা সার্বজনীন নাট্যগোষ্ঠীর সংস্থার পঞ্চম অবদান ‘হাসির হাটে কান্ন’ নামে নাট্যানুষ্ঠানে এবং ২০১৬ ইং সালে খলেয়া গঞ্জিপুর কচিকন্ঠের আসর এর ৩৩তম বর্ষপূর্তি ও প্রাক্তন কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে । এদিকে দৈনিক যুগের আলো পাগলাপীর প্রতিনিধি হাবিবুর রহমান সেলিমকে খলেয়া গঞ্জিপুর কচিকন্ঠের আসর স্মৃতির নিদর্শন স্বরুপ ক্রেস্ট প্রদান করায় পাগলাপীর প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দরা সাংবাদিক হাবিবুর রহমান সেলিম এবং খলেয়া গঞ্জিপুর কচিকন্ঠের আসরকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2841270389849086741

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item