তনু হত্যাকারীদের বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি :
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ‘বাংলাদেশ লয়ার’স এন্ড ল স্টুডেন্সস এসোসিয়েশন অব ইসলামিক ইউনির্ভাসিটি’ এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন  কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ মানববন্ধনটি করে তারা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক প্রফেসর ড. রেবা ম-ল, আইন ও মুসলিম বিধান সভাপতি প্রফেসর ড. শাহজাহান মন্ডল, একই বিভাগের শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সংশ্লিষ্ট প্লেকার্ড বহন করে।
বক্তারা তনু হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও এধরনের ঘটনা যেন আর পুনরাবৃতি না ঘটে এ জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তারা।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2755459729335689533

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item