ডোমারে স্বাস্থ্য সেবার বেহাল দশা ৩ লাখ মানুষের জন্য মাত্র ৩ জন ডাক্তার।হাতুরে ডাক্তারের উপর নির্ভরতা বাড়ছে

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-

নীলফামারীর ডোমারে স্বাস্থ্য সেবার বেহাল দশা দেখা দিয়েছে। প্রায় ৩ লাখ মানুষের জন্য ডাক্তার আছে মাত্র ৩ জন । স্বাস্থ্য সেবা ভেস্তে পড়েছে। নীলফামারী জেলার ডোমার উপজেলার ৩০ শয্যা বিশিষ্ট একমাত্র স্বাস্থ্য কেন্দ্রটি গত ৮বছর আগে ৫০ শয্যায় উন্নিত করা হলেও আজও তার পূর্ণাঙ্গ কার্যক্রম এখনো শুরু হয়নী। শুধুমাত্র কাগজে কলমে ৫০ শয্যায় উন্নিত হলেও রোগীদের থাকা খাওয়া সহ ঔষধ পত্রের তেমন কোন  ব্যাবস্থা নাই। স্বাস্থ্য কেন্দ্রটিতে ২১ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে সেখানে রয়েছে মাত্র ৩ জন ডাক্তার। ১৪ জন নার্সের বিপরিতে  আছে মাত্র ৩ জন। এ ছাড়া উপজেলার প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে ১০ টি ইউনিয়নের ৮ টিতে রয়েছে একটি করে পরিবার কল্যান কেন্দ্র। এ কেন্দ্র গুলোতে সকল অবকাঠামো এবং ডাক্তাদের জন্য কোয়ার্টারের ব্যাবস্থা থাকলেও সেখানে কোন ডাক্তার থাকে না। পরিবার কল্যান কেন্দ্র গুলোতে একজন মেডিকেল অফিসার, একজন এসএসসি (সাকমো), একজন ফার্মাসিষ্ট ও একজন এমএলএসএস-এর পদ রয়েছে। অথচ শুধু মাত্র একটি ইউনিয়ন ছাড়া সেখানে গিয়ে কোন ডাক্তারকে পাওয়া যায় না। ডাক্তার এবং জনবল সংকটের কারনে কেন্দ্র গুলোতে তালা ঝুলছে বছরের পর বছর ধরে। জন মানুষের পদচারনা না থাকায় ঝাড়-জঙ্গলে ভরে গিয়ে ভুতুরে অবস্থা বিরাজ করছে। ফলে এলাকার বিত্তবানরা অতিরিক্ত অর্থ ব্যায় করে  বিভাগীয় শহর রংপুর সহ বড়বড় শহরে যেতে পারলেও দরিদ্রশ্রেনীরা অতিরিক্ত অর্থ ব্যায় করতে না পেরে ধুকে ধুকে নিরবে মৃত্যুর মূখে ধাবিত হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মায়েদের চিকিৎসার অবস্থা আরো খারাপ। ২২কিলোমিটার দুরে জেলা সদরে এসকল রোগীকে নিয়ে অনেক ঝুক্কিঝামেলা পোহাতে হয়। উপজেলার জনসংখ্যা প্রায় ৩লাখ মাত্র ৩জন ডাক্তার দিয়ে বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা সেবা দিতে হিমশীম খেতে হচ্ছে। ফলে এ এলাকার স্বাস্থ্য সেবায় নাজুক অবস্থা বিরাজ করছে। এ সুযোগে গ্রাম অঞ্চলে ঝাড়ফুকের প্রবনতা বৃদ্ধি সহ হাতুরে ডাক্তারদের উপর নির্ভরতা বাড়ছে। এলাকাবাসী জরুরী ভিত্তিতে সকল পদে ডাক্তার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জোর দাবী জানান।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 3616795159665940476

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item