ডোমারের চিলাহাটিতে নিরবিচ্ছন্ন বিদ্যুতের দাবিতে ঘন্টা ব্যাপি মানব বন্ধন

এ.আই পলাশ, চিলাহাটি, নীলফামারী প্রতিনিধি ঃ
আমরা চিলাহাটির মানুষ দেশ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের কথা কেউ শোনে না। নিরবিচ্ছন্ন বিদ্যুতের দাবিতে ঘন্টা ব্যাপি মানব বন্ধনেএসব কথা বলেন বক্তারা।
শনিবার দুপুর ২.৩০টায় ডোমার উপজেলার চিলাহাটি চৌরাস্তায় নাগরিক কমিটির ব্যানারে বিভিন্ন স্কুল-কলেজের শত শত ছাত্র-ছাত্রী ৭দফা দাবি নিয়ে এ মানব বন্ধন করে।  মানব বন্ধন শেষে চৌরাস্তা মোড়ের পথসভায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি মোহাব্বত হোসেন বাবু, তরিকুল আলম বুন্নু, আতিকুর রহমান আতিক, মাহাবুবুল আলম ওহাবুল, হাকিমুল ইসলাম বসুনিযা সুফল প্রমূখ। বক্তারা মানব বন্ধনে বিদ্যুৎ লাইনের যত্রতত্র বিদ্যুৎ ব্যবস্থাপনা, সেচ প্রকল্পে বাঁশের খুঁটি দিয়ে মাইলের পর মাইল বিদ্যুৎ সংযোগ, অবৈধ সংযোগ, মিটার বোডৃ না দেখে বিদ্যুৎ বিল ধার্য্য, গ্রাহকের বাহুল্যতা, বিদ্যুৎ বিভাগের বিমাতা সূলভ আচরণকে দায়ি করেন বক্তারা। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে এমব সমস্যার সমাধানের আল্টিমেটাম দেন। বক্তব্যে চিলাহাটি নাগরিক কমিটি ডোমার বিদ্যুতের আবাসিক প্রকৌশলীকে স্মারকলিপি প্রদান করবেন বলে জানান। 

পুরোনো সংবাদ

নীলফামারী 3604262649584607359

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item