ডোমারে বিদ্যুৎ অফিসের ৪ কর্মচারী মাদক সেবন কালে গ্রেফতার।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারের আবাসিক প্রকৌশলী অফিস মাদকের আখড়াতে পরিনত হয়েছে, এদের পক্ষে সাফাই গাইছে অফিসের উদ্ধর্তন কর্তৃপক্ষ। ১৭মার্চ রাত ৮টায় আবারো ডোমার থানার এসআই খাদেমুল করিমের নের্তৃত্বে একদল পুলিশ ডোমার বিদ্যুৎ অফিসের পাশ থেকে গাঁজা ও হিরোইন সেবন কালে ৪কর্মচারীকে আটক করে। আটককৃতরা হলেন, অফিস সহকারী বগুড়া জেলার আদমদীঘি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ইবনে মাসুদ রানা(৩৫) সাহায্যকারী (লাইনম্যান) ঠাকুরগাঁও জেলার আলাউদ্দিনের ছেলে কামরুজ্জামান(৩৫) খোলারহাটি পূর্বপাড়া গাইবান্ধার ছলেমান আলীর ছেলে মাসুদ রানা(৩৫) এবং খাতা কালীগঞ্জ লালমনির হাট এলাকার হিরেন্দ্র নাথ বর্ম্মনের ছেলে সৌমেন্দ্র নাথ বর্ম্মন(৩৭)। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও হিরোইন সেবনের উপকরণ উদ্ধার করে পুলিশ। এলাকবাসী জানায়, ওই ৪ব্যক্তি দির্ঘদিন ধরে সেবনের পাশাপাশি গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা সহ  বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে আসছে। ডোমার উপজেলা আবাসিক প্রকৌশলী আব্দুল মতিন বলেন, ভুল বুঝাবুঝির কারনে পুলিশ আমাদের কর্মচারীদের আটক করে নিয়ে এসেছে। তারা মাদকের সাথে কোনদিন জড়িত ছিলনা। অপরদিকে উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার জাহান বলেন, তারা মাদক সেবনকারী তবে, আজ তারা মাদক গ্রহন করেনি। পুলিশ ভুল তথ্য পেয়ে তাদের থানায় আটক রেখেছে। এসআই খাদেমুল করিম বলেন, মাদক সেবনের সময় হাতে নাতে উপকরণ সহ আটক করি সে সময় তাদের মুখ থেকে দূর্গন্ধ বের হচ্ছিল। পরে রাত ১২টায় উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার জাহানের জিম্মায় নেশা করবে না মর্মে মুছলেকা দিয়ে থানা থেকে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। উল্লেখ্য গত সোমবার রাতে শহরে আনসার ও ভিডিপি ব্যাংকের ছাদে গাঁজা সেবন কালে বিদ্যুৎ অফিসের স্বপন ও মকবুল  নামে ২কর্মচারীকে আটক করে পুলিশ। সারারাত থানায় আটকে রেখে পরদিন সকালে নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত বসিয়ে ২কর্মচারী প্রত্যেককে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন। ২দিন না পেরোতেই আবারো ৪ কর্মচারী আটকের বিষয় নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 917873290421954926

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item