ডোমারে অবাধে চলছে জুয়ার রমরমা আসর চুরি, ছিনতাই ও ডাকাতির বৃদ্ধি

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে অবাধে চলছে জুয়ার রমরমা আসর, টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে নানা অপরাধ কর্মে। এদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় অভিভাবক মহল তাদের স্কুল কলেজগামী সন্তানদের নিয়ে দারুন দুশ্চিন্তা দিনাতিপাত করছেন। জুয়ার পাশাপাশী মাদক আসক্ত হচ্ছে অনেক যুবক। ফেন্সিডিল, হিরোইন, গাঁজার সাথে জুয়ার রমরমা ব্যাবসা কেন্দ্রে পরিণত হয়েছে। এতে চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলার বেশ কয়েকটি স্পটে দিনের বেলা এসব আসর বসে, এদের মধ্যে কয়েকটি কাব ছাড়াও বাঁশ বাগানটাই বেছে নিয়েছে তারা। পশ্চিম বোড়াগাড়ী বটতলী(বৌ বাজার) সাধুর আশ্রম, বেতগাড়া, জোড়াবাড়ী ফকির পাড়া, কাশাই টারী, মফিজ পাড়া, দারকামারী বাজার, বোড়াগাড়ী বাজার, তিনবট বাজার, মটুকপুর, জোড়াবাড়ী, বোড়াগাড়ী শিয়াল ডাঙ্গী, নিমোজখানা, সোনারায় চিকার হাট  উল্লেখযোগ্য স্পট। বর্তমানে বিশেষ করে চায়না ক্ষেতের মেশিন/ পাম্প ঘড় বেছে নিয়েছে জুয়ারীরা। ডোমার থানার অভিযানে কয়েকটি স্থান থেকে তাদের আটক করে নির্বহী অফিসার ভ্রাম্যমান আদালতে জরিমানা করেও কোন কাজ হচ্ছেনা। কুকুরের লেজের মতো আবার তারা জুয়ার জগতে হাবুডুবু খাচ্ছে। লক্ষলক্ষ টাকার জুয়া চলছে কনিকা সিনেমা হল এলাকা, মায়া মার্কেটের একাধিক চায়ের দোকানে ক্রিকেট বাজীর আসর। ক্রিকেট বাজীতে বাজারের অনেক ব্যবসায়ী ফতুর হয়ে রাস্তায় ঘুড়ে বেরাচ্ছে। ডোমারে ১মাসের ব্যবধানে ১০টি চুরি ৪টি ছিনতাই ১টি ডাকাতির ঘটনা ঘটেছে। এসকল ঘটনায় জুয়ারী ও মাদক সেবিরা জড়িত বলে অনেকে জানান। ডোমার থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, বাজারের অনেক জুয়া বন্ধ করেছি, আমাদের অভিযান অব্যাহত আছে সংবাদ পেলে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নিবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2507197640414485448

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item