ডোমারে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া প্রদর্শন।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অগ্নি নির্বাপনী, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিশেষ মহড়ার প্রদর্শন করা হয়েছে। ১০মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে ওই মহড়ার আয়োজন করা হয়। ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার ওসমান গণির নেতৃত্বে, ফায়ারম্যান দেলোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, সোহেল রানা, মোমিনুল হক, ব্রজেন্দ্রনাথ রায়, সোহরাব হোসেন সহ ডোমার ফায়ার স্টেশনের সকল কর্মীগণ এতে অংশ নেয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সাবিহা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল হাকিম, সন্ধ্যা রানী রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবী, নির্বাচন অফিসার সেকেন্দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান, পরিসংখ্যান অফিসার আব্দুল বারী, সাবেক কাউন্সিলর জামান মাশরাফি পুতুল উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলা সহ আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান বিষয়ে বিশেষ মহড়ার প্রদর্শন করেন এবং এ সকল বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 610572178025515488

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item