সৈয়দপুরে মহেশ চন্দ্র রায়ের মৃত্যুবার্ষিকী পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারীঃ
নানা কর্মসুচির মধ্যে দিয়ে ভাওয়াইয়া গানের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী প্রয়াত মহেশ চন্দ্র রায়ের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার নীলফামারীর সৈয়দপুরে শোক র‌্যালি, আলোচনা সভা, ভাওয়াইয়া গানের আসর ও ভাওয়াইয়া গানের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। মহেশ চন্দ্র একাডেমির উদ্যোগে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ওই সব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
  শিল্পীর স্মরণে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশ চন্দ্র একাডেমির সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান  জাওয়াদুর হক সরকার। মহেশ চন্দ্র রায়ের জীবন ও কর্মের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ  হাফিজুর ইসলাম হাফিজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনসাংবাদিক আমিনুল হক,অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ, উপাধ্যক্ষ নার্জিজ বানু, মহেশ চন্দ্র রায়ের গবেষক সহকারী অধ্যাপক জেসমিন আরা বুলি, মহেশ একাডেমি’র সদস্য রঞ্জন কুমার রায় প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল।পরে স্থানীয়  ভাওয়াইয়া শিল্পীরা প্রয়াত শিল্পী মহেশ চন্দ্র রায়ের লেখা ও সুর করা বেশ কিছু জনপ্রিয় ভাওয়াইয়া গান পরিবেশন করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8178195243672170919

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item