উত্তর খলেয়া মোল্লাপাড়া জামে মস্জিদেরভিত্তি প্রস্তর উদ্ভোধন করলেন - সাবেক সাংসদ আসিফ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের উত্তর খলেয়া মোল্লাপাড়া (পুরাতন) জামে মস্জিদের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন হয়েছে।শুক্রবার বাদ জুম্মা বর্নাঢ্য আয়োজনে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী সমর্থক শুভাকাঙী ও ধর্মপ্রান মুসল্লীদের অংশগ্রহনের মধ্যদিয়ে ভিত্তিপ্রস্তর উদ্ভোধনী অনুষ্ঠিত হলো উক্ত মোল্লাপাড়া জামে মস্জিদের দ্বিতল ভবনের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির জেলা সদস্য সচিব সাবেক সাংসদ হোসেন মকবুল আসিফ শাহরিয়া, সদর উপজেলার যুগ্ন আহবায়ক জেলা সদস্য মারুফুজুল ইসলাম সেলিম, খলেয়ার সাবেক সভাপতি খলেয়া গঞ্জিপুর স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি আশিকুর রহমান আলকাছ, উক্ত মসজিদের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ ইসরাইল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির খলেয়া ইউনিয়ন নেতা প্রভাষক বিরেন্দ্র নাথ, গোলাম মোস্তফা, হামিদুল মেম্বার, সহিদুল মেম্বার, হাসান মাস্টার, ফরিদুল, মুরাদ, কাইয়ুম, হামিদ, ভুট্টু, তোতা মিয়া, সুজন, খলেয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম লাবলু, আওয়ামীলীগ খলেয়া ইউনিয়ন সভাপতি হাসানুজ্জামান হাসু শাহ্, সাধারন সম্পাদক প্রভাষক মোক্তালেবুল হক, আওয়ামীলীগ নেতা মামুনার রশিদ বাবুল শাহ্, বেতগাড়ী ইউনিয়ন সভাপতি মারুফ, খলেয়ার সমাজ সেবক কাওসার আলম শাহ্, মাসুদ রানা, হরিদেবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রহিম দুলু, যুগ্ন আহবায়ক এমদাদুল হক ও বেতগাড়ী একরামীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সভাপতি মোঃ সহিদুল ইসলাম। পরে প্রধান অতিথি সাবেক সাংসদ আসিফ শাহারিয়ার উত্তর খলেয়া সর্দার পাড়া কবর স্থান, খলেয়া খাপরিখাল হতে গঞ্জিপুর পর্যন্ত পাকা সড়কটি সংস্করন সহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা-মন্দির পরিদর্শন শেষে খলেয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আশিকুর রহমান আলকাছের বিশেষ আমন্ত্রনে তার বাড়ীতে চায়ের দাওয়াত পালন করেন এবং সেখানে তার পরিবারের সংঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জেলা জাপা নেতা সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 8031989207930495435

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item