সরকারের সাফল্য অর্জন নিয়ে নীলফামারীতে সমাবেশ

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৭ ফেব্রুয়ারী॥
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করন ও সম্পৃক্ত করন এবং উদ্বুদ্ধ করনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি পরশমনি উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস। জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হকের  সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান তপন কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেন খান, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর ইউএনও সাবেত আলী।
বক্তরা  দেশজুড়ে এবং নীলফামারী জেলার কি কি উন্নয়ন হয়েছে এবং কি কি উন্নয়ন হচ্ছে এবং উন্নয়নের পরিকল্পনার বিষয়গুলো সমাবেশে উপস্থিত হাজারো মানুষজনের কাছে তুলে ধরেন।সমাবেশ শেষে সেখানে সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 5238295985347150551

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item