টেপ্রীগঞ্জে নির্বাচনে যেতে চাওয়ায় নির্যাতনের শিকার সাবেক সেনা সদস্য

নিজস্ব প্রতিনিধি-
টেগ্রীগঞ্জে নির্বাচনে যেতে যাওয়ায় নির্বাতনের শিকার হয়েছে সাবেক সেনা সদস্য মোশারফ। সরেজমিনে যানাযায়, ডোমার উপজেলার মিরজাগঞ্জ বিলুপ্ত ছিটমহল সংলগ্ন টেপ্্রীগঞ্জ এলাকার চতুরাডাঙ্গী গ্রামের মৃত কাজী মুদ্দিনের পুত্র মোশারফ হোসেন দির্ঘ ২১বছর সেনাবাহিনীতে চাকুরী শেষে ১৯৯৯সালে অবসর নেয়। সেই থেকে এলাকায় জনসেবা মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। টেপ্রীগঞ্জ আদর্শ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, চতুরাডাঙ্গী সপ্রাবি, ভাষা শহীদ আবুল বরকত আনন্দ লোক বিদ্যালয় ও চতুরাডাঙ্গী কালীদহ পাড়া জান্নাতুল উলুম মাদ্রাসা সহ বিভিন্ প্রতিষ্ঠানের সভাপতি/সম্পাদকের দ্বায়ীত্ব পালন করে আসছে। এলাকাবাসীর চাপে ইউপি সদস্য পদে নির্বাচনের প্রস্তুতি নেয়। এতে করে কিছু কুচক্রী ব্যক্তির আতে ঘা লাগে। তার নামে মিথ্যা অপবাদ দিয়ে মামলায় ফাঁসিয়ে দেয়। এলাকার মৃত আঃ হামিদের ছেলে সুলতান(ফালু) তার নামে দূর্নাম, বদনাম ছড়িয়ে হেওপ্রতিপণ্য করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। ফালুর সহযোগি হিসাবে নেপর্থে কাজ করছে বর্তমান ইউপি সদস্য মিলন। মুদি দোকানদার সুর আলম জানান, ফালু নিজেই একজন চিরিত্রহীন ব্যক্তি, এলাকায় বেশ কিছু নারী কেলেংকারীর সাথে জড়িত, একাধীকবার স্থানীয় ভাবে বিচার সালিশ হয়। লতিফের স্ত্রী রাবিয়া খাতুন বলেন, ফালু তাদের ১৪বিঘা জমি জবর দখল করে গাছ কেঁটে নিয়ে যায় এবং তার স্বামীকে বেধর মারপিট করে। ৩মাস রংপুর মেডিকেলে চিকিৎসা নেয়ার পরেও বর্তমানে পঙ্গু অবস্থায় বাড়ীতে পড়ে আছে। এবিষয়ে ইউপি চেয়ারম্যান গোলাম রহমান সরকার বলেন, ফালু গত বছর এক ভ্যান চালকের স্ত্রীর সাথে জোর পূর্বক অনৌতিক কান্ড ঘটার চেষ্টা চালায়। এবং এক মহিলাকেও গাছে বেঁধে মারধর করে। কয়েকবার বিচার শালিশ বসিয়ে ফালু হাজির না হওয়ায় তারা ফালুর বিরুদ্ধে  আদালতে ৩টি মামলা দায়ের করে। বিষয়টি আশু সমাধানের জোর দাবী জানান এলাকাবাসী।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item