পাগলাপীরে ধর্মপ্রাণ মুসল্লীদের সেবায় মুক্তি’র ফ্রি গ্যারেজ স্থাপন

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর থেকেঃ
রংপুরের পাগলাপীরে ধর্মপ্রাণ মুসল্লীদের আর্তমানবতার সেবায় কেন্দ্রীয় পাগলাপীর জামে মসজিদে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির ফ্রি গ্যারেজ স্থাপন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির ফ্রি গ্যারেজটি স্থাপনে আজ শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা কেন্দ্রীয় পাগলাপীর জামে মসজিদে প্রতি শুক্রবার জুম্মার নামায নিবিঘেœ আদায় করতে পারছেন। স্বেচ্ছাসেবী সংগঠনটির আর্তমানবতার সেবায় এই অনন্য প্রয়াসে অঞ্চলের সকল  শ্রেনীর মানুষের কাছে আজ মুক্তি দেশ ও জাতির কল্যাণে একটি ব্যতিক্রমী সামাজিক সংগঠনে পরিণত হতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে গত ২২ শে জানুয়ারী শুক্রবার ফ্রি গ্যারেজটি স্থাপনে বর্ষপূর্তি অতিক্রম করেছেন। জানাগেছে পাগলাপীর সহ অঞ্চলের এক ঝাক ক্ষুদে তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে গত২০১৩ইং সালে আত্বপ্রকাশ ঘটে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির। সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ কবীর হাসান। সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় শতাধিক। সংগঠনের সদস্যরা স্কুল কলেজ মাদ্রাসা কেউবা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। মুক্তির লক্ষ্য ও উদ্দ্যেশ্য অবহেলিত দুঃস্থ মানবতার সেবায় আগামীর স্বপ্নীল পথে। মুক্তির বৈশিষ্ট্য এটি একটি অরাজনৈতিক সংগঠন, শীতার্ত দরিদ্র মানুুষের মুখে এক চিলতে হাসি ফোটানোর চেষ্টা করে,গরীব, মেধাবী শিক্ষার্থীদের সহায়তার হাত বাড়িয়ে দেয়, মাদক মুক্ত সমাজ গঠনে অবদান রাখে ও বাল্য বিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধ করে। মুক্তির অনন্য অবদান ২০১৩সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্বেচ্ছায় রক্ত দান ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প, মসজিদ মাদরাসার সৌন্দর্য্য ধরণে সহায়তা, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, ফ্রি সাইকেল গ্যারেজ শুধু শুব্রবারের জন্য (পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ), বর্ণাঢ্যদের মাঝে ঔষধ বিতরণ, উৎসবের মাঝে সুখ ভাগাভাগি ও পরিষ্কার পরিচ্ছন্নতার এগিয়ে আসা। মুক্তির অন্যতম সাফল্য সমূহ ২০১৫ইং সালে পাগলাপীর হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল চেয়ারম্যান প্রার্থীদের একমঞ্চে নিয়ে আসার অনন্যপ্রয়াস “জনতার মঞ্চ”। স্বাধীনতা বিজয় দিবস সহ যে কোন জাতীয় দিবসে ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন এবং ২০১৫ইং সালে খলেয়া গঞ্জিপুরে মন পাখি এ্যালবাম প্রকাশনীর উৎসব পালনে মুক্তির ওপেন কনসার্ট। সৌজন্য মুলক এক সাক্ষাতে মুক্তির প্রতিষ্ঠাতা কবীর হাসান, সিনিয়র সদস্য নাজমুল হাসান, গোলাম জাকারিয়া দুলু, শাহজাদা ইসলাম জয়, ওবায়দুর খান, মুন্না রাজ, আব্দুল্্যাহ আল জায়েদ, মিজানুর রহমান ও শাহিনুর ইসলাম শাহিন প্রতিনিধিকে জানান, মুক্তি দুর্নীতি সন্ত্রাস,মাদক, যৌতুক,বাল্যবিবাহ, অবহেলিত, দুঃস্থ, মানবতার সেবায় নিয়োজিত থেকে আগামীর স্বপ্নীল পথে হাটা লক্ষ্য স্থির করেছে ‘মুক্তি’ একটি আদর্শ স্বেচ্ছসেবী সংগঠনের সদস্যবৃন্দ। রাজনীতি যার যার মুক্তি সবার- স্লোগানে মুখরিত হয়ে সোনার বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1195036830778617164

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item