ডোমারে বই উৎসব

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ
সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমার উপজেলায় বই উৎসবের মধ্য দিয়ে নতুন বছরে নতুন বই বিতরন করা হয়েছে।  শুক্রবার সকাল ১১ টায় শহীদ স্মৃতি আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যায়ল চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোছা: সবিহা সুলতানা ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহেল শাহজাদা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার বাবু, প্রেসক্লাব সভাপতি মো: মোজাফ্ফর আলী উপস্থিত ছিলেন।  একইভাবে প্রাথমিক স্থরে উপজেলার ৪৫ হাজার সেট নতুন বই বিতরন করা হয়েছে। এর মধ্যে  প্রথম ১০ হাজার, ২য় শ্রেনীর ১০ হাজার, ৩য়  শ্রেনী ৯ হাজার, ৪র্থ শ্রেনী ৯ হাজার ও পঞ্চম শ্রেনী ৭ হাজার।

অপরদিকে মাধ্যমিক স্থরে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে বই বিতরন উৎসবে বই বিতরন করেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আখতারুজ্জামান সুমন, সদস্য ও সহকারী অধ্যাপক কাওছার আলম বকুল,শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম,জিন্নাত হোসেন প্রমুখ ।
অপরদিকে উপজেলার শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বাবুর সভাপতিত্বে  পাঠ্যপুস্তুক বিতরন কর্মসূচীতে বই বিতরন করেন প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার সাবিহা সুলতানা ।উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান চয়ন ও শিক্ষক বৃন্দ ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 9182597779998051036

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item