ডোমারে চাষী প্রশিক্ষণ/২০১৬

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর ডোমার ভিত্তি বীজআলূ উৎপাদন খামারে জীব প্রযুক্তির মাধ্যমে কৃষি বীজ উন্নয়ন ,বর্ধিতকরন,মান নিরুপন ও প্রযুক্তি বিস্তার প্রকল্পের আওতায় চাষী প্রশিক্ষণ/২০১৬  অনুষ্টিত হয়েছে ।সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত দিনব্যাপী এ প্রশিক্ষনে বিএডিসির ডোমার ভিত্তি বীজআলূ উৎপাদন খামারের উপ -পরিচালক (খামার) এনামুল হকের সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: সাবিহা সুলতানা, বিএডিসির(ঢাকা) জীব প্রযুক্তির মাধ্যমে কৃষি বীজ উন্নয়ন ,বর্ধিতকরন,মান নিরুপন ও প্রযুক্তি বিস্তার প্রকল্পের পরিচালক ড.  মোঃ রেজাউল করিম ।
উপস্থিত ছিলেন বিএডিসির রংপুর শাখার উপ -পরিচালক(টিসি) নির্¤§াল্য কুমার দাস, উপ-পরিচালক(টিসি) উৎপল কুমার সাহা,বগুড়া শাখার উপ -পরিচালক(টিসি) জুলফিকার মোঃ সরোয়ার জাহান,ঠাকুরগাওঁ শাখার উপ- পরিচালক(টিসি) আব্দুর রশীদ প্রমুখ । দিনব্যাপী এ প্রশিক্ষণে বগুড়া,ঠাকুরগাওঁ , রংপুরের ৩৩০ জন কৃষক অংশ নেয় ।
প্রধান অতিথি বিএডিসির(ঢাকা) জীব প্রযুক্তির মাধ্যমে কৃষি বীজ উন্নয়ন ,বর্ধিতকরন,মান নিরুপন ও প্রযুক্তি বিস্তার
প্রকল্পের পরিচালক ড.  মোঃ রেজাউল করিম বলেন ,এই প্রশিক্ষণের মাধ্যমে টিস্যুকালচার প্রযুক্তির  বীজআলু উৎপাদন,বীজ আলু সংগ্রহ ও সংরক্ষণ প্রযুক্তি,বীজআলুর রোগব্যাধী ও পোকামাকড় সনাক্তকরন ও দমন বিষয়গলো কৃষকদের জানানো হলো ।এ ছাড়াও নতুন ছাড়কৃত জাতের জাতের আলু, কলা, ষ্ট্রবেরী ও আনারসের আধুনিক উৎপাদন প্রযুক্তির বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হল ।এ প্রশিক্ষণের মাধ্যমে লব্ধ জ্ঞানের দ্বারা চাষীরা মান সম্পন্ন বীজআলূ ও অন্যান্য ফসল উৎপাদনে সক্ষম হবে ।কৃষক পর্যায়ে মান সম্পন্ন বীজআলূ উৎপাদন বৃদ্ধি পাবে

পুরোনো সংবাদ

নীলফামারী 3348337228810947051

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item