ডিমলা পাঠশালা সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের উদ্বোধন।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

যুব সমাজের চরিত্র বিনষ্টের মরন বিধংশি অস্ত্র হচ্ছে মাদক। যা সেবনে নীতি আদর্শ ভূলন্ডিত হয়ে সামজ ব্যবস্থাকের করছে কুলশিত। মাদক সেবনের ফলে এ দেশে অনেক বাবা-মাকে দিতে হয়েছে সন্তানের হাতে প্রান। দেশের অগনতিক তরতাজা গোলাপ ফুলের মতো সন্তান অঝরে ঝড়ে যাচ্ছে। মাদকের এই মরন ছোবল থেকে বেরিয়ে দেশ ও জাতীকে আলোর প্রদ্বীপ দিতে পারে এই যুব সমাজ। আর যুব সমাজকে পথ দেখাতে পারে বইপড়া। নীলফামারী ডিমলা উপজেলায় পূর্ব ছাতনাই কলোনী হাট প্রাঙ্গনে গত শুক্রবার বিকালে  পাঠশালা সাহিত্য ও সাংস্কিৃক সংঘের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল খান, চেয়ারম্যান , পূর্ব ছাতনাই ইউপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ইমান আলী, ১০ নং পূর্ব ছাতনাই ইউনিয়ন কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারেক, রমজান আলী বেগ, প্রধান শিক (অব) ছাতনাই কলোনী উচ্চ বিদ্যালয়, আব্দুল লতিফ খান মিন্টু, সিনিয়র সহকারী শিক, নুর মোহাম্মদ, সহকারী প্রধান শিক (অব), আব্দুল্লা মোবারক, সহকারী শিক, বরোবিশা দাখিল মাদরাসা, মতুজা আলম, কোম্পানী কমান্ডার, থানার হাট, পূর্ব ছাতনাই। আব্দুল মতিন, প্রধান শিক, আদর্শ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়, জালাল উদ্দিন আহম্মেদ, প্রধান শিক, ছাতনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মশিউর রহমান, ডিমলা আলিম মাদরাসা, যুক্তিবাদী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাবিব খান, আব্দুল হামিদ খান, সাধারন সম্পাদক, শারিফ আহম্মেদ, কোষাধ্য, সহ সংঘের সকল সদস্য বৃন্দ। “আসুন মাদক কে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” আদর্শ জীবন গঠনের জন্য বই পড়ার অভ্যাস গড়ি।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2891363567894637780

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item