পীরগঞ্জের বড় রাজারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩ শ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ১ জন

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রাথমিক শিক্ষা প্রতিটি বাড়ি দোর- গোড়ায় পৌছে দেয়ার প্রত্যয় নিয়ে যুগপযোগী কাজ করছে। পীরগঞ্জ সংসদীয় আসনটি ভিআইপি হওয়ায় এর মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। ঠিক যেন প্রদীপের নিচে অন্ধকার।
জানা গেছে, উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় রাজারামপুর গ্রামের আলহাজ¦ মমতাজ আলী সহ গ্রামের কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি ১৯৯০ সালে বড় রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এলাকার ছেলেমেয়ের লেখাপড়ার জন্য। বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩০০ জন। অবিশ^স্য হলেও সত্য শিক্ষক মাত্র একজন। এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন পত্র-পত্রিকায় স্কুল কর্তৃপক্ষ জানানোর পরেও কিছুতে কিছু হয়নি। শিক্ষা সুযোগ নয়, অধিকার। সরকারের এই উদ্যোগকে বাস্তবায়ন করা শিক্ষা কর্মকর্তা এমনকি উপজেলার বিভিন্ন ভাবে শিক্ষক সংকট থাকায় বিষয়টি অবগত হওয়ার পরেও কেন যেন কোন ইশারায় জালে আটকে যায়। তিনি শুধু শিক্ষা প্রদান সহ বিদ্যালয়টির উন্নয়ণের কোন ভূমিকা রাখেননি। ফলে সরকারের শিক্ষা ব্যবস্থা হতে বঞ্চিত হচ্ছে কোমলমতি ছেলে-মেয়েরা। এলাকার সকলের আরজ সকল বাধা বিপত্তি কাটিয়ে বড় রাজারামপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যত সমস্যা তা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 822370486664334584

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item