কুখ্যাত শিবির ক্যাডার শাফি এখন জাতীয় পার্টিতে : শহরজুড়ে নিন্দার ঝড়

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :

শিবির ক্যাডার ও কাউন্সিলর শাফি ভোল পাল্টে এখন জাতীয় পার্টি নেতা। কয়েক বছর ধরে জালাও-পোড়াওয়ের অসংখ্য মামলার আসামী শাফি পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড হলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কারমাইকেল কলেজের সাবেক শিবির সভাপতি এক সময় মূর্তিমান আতঙ্কের নাম ছিলো এই শাফিউল ইসলাম শাফি।  রংপুরে শিবির ক্যাডার শাফি ভোল পাল্টালে ফুসে উঠছে সচেতন মহল। শিবিরের একাধিক নাশকতা, গাড়ী পোড়া ও হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত শিবির ক্যাডার শাফিকে পুলিশ এখন গ্রেফতার করতে না পারায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল। এলাকাবাসির অভিযোগ, গত ঈদুল আজহার সময় চার দিন তাকে এলাকায় দেখা গেলেও পুলিশ তাকে ধরতে পারেনি।জামাত শিবিরের একাধিক নাশকতা, গাড়ী পোড়া ও হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী  জাতীয় পার্টিতে যোগদানে রংপুরে জাপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে মেনে নিতে পারছেনা। এদিকে শহরে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন নিন্দা জানিয়েছে এবং সেই সাথে গ্রেফতারের দাবী জানিয়েছে। কারমাইকেল কলেজে ছাত্রলীগ নেতা হিটলারের হাত-পায়ের রগ কেটে দিয়েছিল জোট সরকার আমলে সে সময়  জেলা জামায়াতের সভাপতি বেলালের লবিংএ মামলাটি ধামাচাপা পড়ে যায়। জানা যায়, কারমাইকেল ছাত্রশিবিরের সভাপতি শাফিউল ইসলাম শাফী সিটি কর্পোরেশন নির্বাচনে অনেক জোর-জালিয়াতির মাধ্যমে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকার আমলে তিনি  বেকায়দায় পড়েন।গত ৩০ নভেম্বর ঢাকার বনানিতে দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুলের তোরা তুলে দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন শাফিউল ইসলাম শাফি। এ ব্যাপারে রংপুর জেলা জাসদের সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় যুবজোটের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন ঢাল হিসাবে জাতীয় পার্টিকে ব্যবহার শুরু করেছে আগুন সন্ত্রাসীরা। দলে স্থান দিয়ে আগুন নিয়ে যে খেলা শুরু করেছেন এরশাদ, একদিন সেই আগুনে পুরে মরতে হবে তাকে।দর্শনা ভুরাঘাট এলাকায় ভুমিদুস্য হিসেবে পরিচিত শাফীর ভয়ে এলাকার মানুষ মুখ খোলার সাহস পায় না। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন জানান রগকাটা শিবিরের প্রতিষ্ঠাতা শাফী সে কলেজ রোড, দর্শনা মোড় লালবাগসহ শহরের বিভিন্ন এলাকার শিবির কর্মীদের নিয়ন্ত্রণ করতো। তাকে পুলিশ এখন গ্রেফতার করছেনা কেন বলে প্রশ্ন তোলেন তিনি। তাকে দ্রুত গ্রেফতারের দাবী জানান এই ছাত্রলীগ নেতা।
জাপাতে যোগদানে রংপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম জানান, অর্থের জোরে দল পাল্টানো যায়। ফেলে আসা কর্মকান্ড মুছে যায় না। জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ সাদী জানান, শাফী কারমাইকেল কলেজের ছাত্রশিবিরের ত্রাস ছিল। সে জোট সরকার আমলে জাহাজ কোম্পানী মোড়ে আওয়ামী লীগের স্টেজ বোমা মেড়ে উড়িযে দেয়। এতে শতাধিক নেতাকমী আহত হন। আমরা মুক্তিযোদ্বা সন্তান রংপুর জেলা শাখ্ার ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক সাজ্জাত হোসেন বাপ্পী ও যুগ্ন সম্পাদক সাংবাদিক  কামরুজ্জামান সেলিম দ্রুত শিবির ক্যাডার শাফীর গ্রেফতার দাবী করেন।জাপাতে যোগদানের ব্যাপারে কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ রংপুর জেলা সভাপতি জাকারিয়া আলম শিপলু জানান, কারমাইকেল কলেজে ছাত্রলীগ নেতা চাঞ্চল্যকর হিটলার হত্যা মামলার প্রধান অভিযুক্তকারী,বর্তমানে  আওয়ামীলীগ সরকারের  সময়ে  গাড়ী পোড়ানো, মানুষ হত্যা ও নাশকতা মামলার  চার্জশটি ভুক্ত একজন ফেরারী আসামীকে কি ভাবে জাপাতে নেওয়া হল তা আমাদের বোধগম্য নয় । আমরা এ ঘটনায় নিন্দা জানাই ।  মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা এ প্রসঙ্গে নতুন স্বপ্নকে জানান, জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন কারী ও চিহ্নিত ভ’মিদস্যু শাফি জাতীয় পার্টিতে প্রবেশ করে নিজেকে বাচাঁতে পারবেননা । তার বিরুদ্ধে জঙ্গী- নাশকতার, গাড়ী পোড়ানো, মানুষ হত্যার অভিযোগে মামলা থাকা সত্বেয় এরশাদ সাহেব তাকে কিভাবে দলে জায়গা দেয় তা আমাদের জানা নাই । স্বৈরাচার এরশাদ এখন জামাত শিবিরের নাশকতাকারী চিহ্নিতদের বাচাঁতে দলে ঢুকাচ্ছেন ।উল্লেখ্য কারমাইকেল ছাত্রশিবিরের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি দুধর্ষ শিবির ক্যাডার শাফিউল ইসলাম শাফী সিটি কর্পোরেশন নির্বাচনে অনেক জোর-জালিয়াতির মাধ্যমে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। কিন্তু নির্বাচিত হওয়ার পর শাফি এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত না করে জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন নিয়েই তাকে বেশী ব্যাস্ত থাকতে দেখা যায়। ফলে তার নিজ এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে নাশকতা পরিকল্পনাকারি হিসেবে প্রশাসনের নজরে আসে। এরপর তার উপর গোয়েন্দা নজরদারী বাড়ানো হলে তিনি এক বছর ধরে গা ঢাকা দিয়ে থাকেন। এরপর বিভিন্ন রাজনৈতিক নেতার দারে দারে ঘুরেও কোন আশ্বাস না পেয়ে অবশেষে নিজ পিঠ বাচাতে জাতীয় পার্টিতে  যোগদান করে।

পুরোনো সংবাদ

রংপুর 8272012251707308522

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item