জলঢাকায় রাসমেলায় ইতিহাসের ভাস্কর্য স্থাপন পরিদর্শনে হাজারো মানুষের ঢল

মর্তুজা ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি-

প্রাচীনকালের হারিয়ে যাওয়া স্মৃতি ধরে রাখার জন্য মানুষ অনেক চেষ্টাই করছে। স্মৃতি অতিত মানুষের হৃদয়ে বলিয়ান হয়ে আছে বলেই স্মৃতির মিনারে এসব ফুটিয়ে তোলা হচ্ছে শ্রী কৃষ্ণের রাসমেলায়। একাত্তরের মুক্তিযুদ্ধ, ৭ মার্চের সোহরাওর্দী উদ্যানের বঙ্গবন্ধুর ভাষনের সেই স্থির চিত্র এখনো বাঙ্গালীর হৃদয়কে নারা দেয় দেশ প্রেমিকের ডাকে। আর এসব ভাষকার্যের ফুটিয়ে তোলা হয়েছে আমরা তোমাদের ভূলবনা গানের কথার মতোই।সেই সাথে রয়েছে ধর্মের বিভিন্ন ইতিহাসের স্মৃতিপট। এমনই ভাসকর্য্য সাজানো হয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল ৩নং ওয়ার্ডের দুর্গামন্দির প্রাঙ্গনে গাবরোল সনাতন যুবসংঘ কর্তৃক আয়োজিত হিন্দু ধর্মাবলম্বী শ্রী কৃষ্ণের রাসলীলা বা রাসমেলায়। এ সব চিত্র কর্ম ও ইতিহাস দেখতে বর্তমান প্রজন্মসহ সকল শ্রেণী পেশার মানুষ দুর দুরান্ত থেকে ছুটে আসছে। এই মেলায় বেহুলা ভাসমান, রাম সীতার বনবাস, পুতনা রাসীসহ পৌরানিক কাহিনীর দৃষ্টিনন্দন ভাসকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, কৃষ্ণের যুগল মিলন, লোকনাথ ব্রহ্মচারী, নিমাই সন্ন্যাসি, সত্য যুগের হরি ও স্থান পেয়েছে সেই ভাসকার্য। রাসমেলায় এই সব ভাসকার্য তৈরি করেছেন লালমনির হাটের চিত্র শিল্পি সুবাস চন্দ্র সিংহ। উল্লেখ্য পনের দিন ব্যাপী এই রাসমেলা গত ২৬ নভেম্বর স্থানীয় সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগ নেতা সাদিকুল সিদ্দিক সাদেক। এই মেলা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।  

পুরোনো সংবাদ

নীলফামারী 1580813139698348035

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item