ডোমারে বিলুপ্ত ছিট মহলের জমি দখলের পায়তারা শিশু সহ বৃদ্ধা আহত।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে বিলুপ্ত ছিট মহলের জমি দখলের পায়তারা, বিরোধকে কেন্দ্র করে শিশু সহ বৃদ্ধা গুরুত্বর আহত। ঘটনাটি ঘটেছে  উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ সাপির পাড়া সংলগ্ন ২নং কোট ভাজনী বালাসুতি পাড়া গ্রামে। সরেজমিনে যানাযায়, সাপির পাড়া মোশারফ হোসেন ও তার ছেলে আলমের কিছু জমি ছিট মহলে আছে তারা তা দির্ঘদিন যাবত চাষ আবাদ করে আসছে। জয়পুর হাট থেকে উঠে আসা সমেস আলীর পুত্র নূর আলম ও নূর ইসলাম অসহায়ত্বের সুযোগ নিয়ে কাকতী মিনতী করে বসবাসের জায়গা চায়। মোশারফ হোসেন অনুগ্র দেখীয়ে তাদের ৩শতক জমির উপরে বসবাসের অনুমোতি দেয়। অপর দিকে ছিট মহল বিলুপ্ত হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে নুর আলম, নুর ইসলাম সহ এলাকার কিছু টাউট বাটপার সন্ত্রাসী কিছিমের লোক ডিমলা কলোনী হতে উঠে আসা চানখাঁ, নুরনবী দলবদ্ধ হয়ে মোশারফের জমি দখলের পায়তারা করে। তারা ৩শতক জমি সহ আশে পাশের জমির  কাগজ পত্র জাল করে ধিরে ধিরে সব দখলের চেষ্টা চালায়। গত ২৪ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এবিষয়ে তাদের সাথে কথা বলতে গেলে বাকবির্তকের এক পর্যায়ে তারা তাদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নুর আলম সহ নুর ইসলাম, নুরনবী, চানখাঁ, মমতা, বাছাতন মিলে দাঁ, কুড়াল, বটি সহ নানান দেশী অস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত হামলা চালায়। এবং মোশারফের স্ত্রী জাহানারা বেগম ও একটি শিশুকে বেধর মারপিট করে। তাদের আঘাতে জাহানারা অজ্ঞান হয়ে পরে। এলাকাবাসী লায়ন জানান, ছিট মহল বিলুপ্তি হওয়ার পর থেকে অন্যের জমির উপরে তাদের লোভ লালসা বেড়ে যায়। বিভিন্ন সময় অজ্ঞাত নামা ব্যাক্তি রাতে বেরাতে তাদের বাড়িতে অবস্থান করতে দেখা যায়। জানতে চাইলে আত্বিয়তার পরিচয় দেয়। চানখাঁ নামক ব্যাক্তি মাদকের সাথে জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেন। তাদের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভুগছেন মোশারফের পরিবার। বিষয়টি আশু সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 707639031420930617

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item