পশ্চিমাঞ্চলের প্রতিটি ট্রেনে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু

বিশেষ প্রতিনিধি ॥
বিনা টিকিটে রেলভ্রমণ বন্ধ ও আয় বৃদ্ধির লে পশ্চিমাঞ্চল রেলওয়ের প থেকে নতুন করে ভ্রাম্যমান আদালত কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ ৮ বছর পর রেলওয়ে বিভাগে এ ভ্রাম্যমান আদালত কার্যক্রম শুরু করা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে। আজ  শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-ঈশ্বরদী রেলপথের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সয়দাবাদ স্টেশনে এ ভ্রাম্যমান আদালতের অভিযান উদ্বোধন করা হয়।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক খায়রুল আলম এ ভ্রাম্যমান আদালত কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বানিজ্যিক কর্মকর্তা মিহির কান্তি গুহ, প্রধান ভু-স¤পত্তি কর্মকর্তা (উপ-সচিব) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ড. আব্দুল মান্নান, পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পাকশী বিভাগীয় ভু-স¤পত্তি কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, পাকশী বিভাগীয় প্রকৌশলী/১আসাদুর রহমান, পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভুইয়া, সিআরএমবি (পাকশী) আসাউল হক, সৈয়দপুর রেলওয়ে পুলিশের এএসপি আহসান হাবিব, সিরাজগঞ্জ জিআরপি ওসি কামাল আহম্মেদ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনসহ পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। সকাল সাড়ে ১০টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর সিল্কসিটি, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও ঢাকা থেকে নীলফামারী হয়ে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস,ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিনা টিকিটে ভ্রমণ করা একশত ৫০ জনের কাছ থেকে জরিমানা আদায় ও ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এই অভিযান রাতের ট্রেনগুলোতেও চলবে বলে জানানো হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক খায়রুল আলম জানান, ২০০৭ সালের অক্টোবর মাসে বিচার বিভাগ পৃথকীকরণের মধ্য দিয়ে রেলওয়ে বিভাগের ভ্রাম্যমান আদালত কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার রেলের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিনা টিকিটে যাত্রীবহণ বন্ধ ও আয় বৃদ্ধিকল্পে রেল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তাবের প্রেেিত দীর্ঘ আট বছর পর নতুন করে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনার মতা দেয়া হয়েছে। গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পে সিনিয়র সহকারী সচিব শাহানা ইসলাম লিলি স্বারিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারী করা হয়েছে। এই ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। উলেখ্য ভ্রাম্যমান আদালত পরিচালনা দেখে টিকিট ধারী যাত্রীরা খুশি হয়ে রেল কর্তৃপকে অভিনন্দন জানিয়েছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4343573882813053054

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item