ডোমারে গোল্ডকাপ ফুটবল প্রতিযেগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে আলহাজ্ব ওয়াহেদুল হক চৌধুরী ও মরহুম শহিদুল হক চৌধুরী গোল্ডকাপ ফুলবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৮নভেম্বর শনিবার বিকালে উপজেলার নয়ানী বাগডোকরা আজিজার মিয়ার হাট মাঠে বহুমূখী সংঘ আয়োজিত, নীলফামারী-১ ডোমার  ডিমলা আসনের মাননীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। আলহাজ্ব ওয়াহেদুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, বামুনিয়া ইউপির বাবু মনোরঞ্জন রায়। ইলিয়াছ হোসেন, বোড়াগাড়ী  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনছুর আলীর, সাধারন সম্পাদক মনজুর আহমেদ ডন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। গত ২৫অক্টোবর খেলার উদ্বোধন করা হয় এতে মোট ১৬টি দল অশং গ্রহন করে। খেলা দেখতে হাজারো জনতার ঢল নামে। ফাইনালে জোড়াবাড়ী দক্ষিণ পাড়া ফুটবল একাদশ ও বামুনিয়া কেরানী পাড়া ফুটবল একাদশ বাঘ সিংহের লড়ায়ে কোন গোল না হওয়ায় শেষে ট্রাইফিগারে ৪/৩ গোলে জোড়াবাড়ীকে হারিয়ে বামুনিয়া চ্যাম্পিয়ন হয়। পরিচালনা কমিটির আসাদুজ্জামান দিপু চৌধূরী জানান, এইমাঠে জাতীয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু, কাবডি, মটর সাইকেল খেলা, হাঁস খেলা, মোড়ক খেলা সহ বিভিন্ন অনুষ্ঠান দির্ঘদিন যাবত করে আসছি। শুধুমাত্র আর্থিক অসশ্চলতা ও পৃষ্টপোষকতার কারনে আমাদের হিমশিম খেতে হয়। আগামীতে জনপ্রতিনিধি ও সরকারী ভাবে সহযোগিতা পেলে এর চেয়েও আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8863435957693998672

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item