সড়ক দখল করে দোকানপাট বসানোয় যানজট দূর্ঘটনা বাড়ছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ

 রংপুরের ব্যবস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে বিভিন্ন সড়কের ধারে চলাচল পথ বন্ধ করে হাট বাজার ও দোকান পাটের মালামাল পত্র সাজিয়ে রাখায় এবং ট্রাক পিকআপ ভ্যানে মাল পত্র উঠা নামানোয় জানজট সড়ক দূর্ঘটনা বেড়েই চলছে। জানা গেছে, পাগলাপীর বন্দরের গোল চত্ত্বরে অবৈধভাবে চায়ের দোকান পাট সিগারেটের দোকান ফলমুলের হাট বাজার গড়ে উঠেছে এবং রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে, ডালিয়া বুড়ীমারী, বেতগাড়ী গংগাচড়া ও লাহিড়ীরহাট শ্যামপুর ৫টি সড়কে দু ধারে গড়ে ওঠা নানা ব্যবসায়ী প্রতিষ্টানের মালিকরা সড়কের পাড়ি দখল করে দোকান পাটের মালপত্র ক্রেতাদের আকৃষ্ট করতে র‌্যাকে মালপত্র সাজিয়ে রাখার দরুনে সড়ক চিকন হয়ে পড়ছে। এর ফলে সড়কে বাস কোচ ট্রাক কার মাইক্রো অটো সিএনজিসহ নানা হালকাপাতলা যান চলাচল করতে গিয়ে বিপরীতগামী পরিবহনকে সাইড দেওয়ার কোন পথ না থাকায় যানবাহনগুলী আটকা পড়ে শিকার হচ্ছেন যানজট ও দূর্ঘটনার। তাই এ অবস্থার পরিত্রান থেকে রায় পাগলাপীরের বিভিন্ন মহল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 5963628462267277026

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item