জাতীয় পাটিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে- বিরোধীদলীয় হুইপ

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

জাপা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি বলেছেন, জাতীয় পাটিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তৃণমূলের সকল নেতাকর্মী একনিষ্ঠ ভাবে দলের জন্য কাজ করলে আগামীতে এ অঞ্চলের প্রতিটি কর্মক্ষেত্রে সফলতা আসবে। মঙ্গলবার বিকেলে নীলফামারীর সৈয়দপুরে শওকত চৌধুরীর বাসভবন চত্ত্বরে সৈয়দপুর ও কিশোরীগঞ্জ জাতীয় পাটি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন। বিরোধীদলীয় হুইপ কর্মীদের উদ্দেশ্যে বলেন, আসছে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তে যাকে মনোনয়ন দেয়া হবে তাকে বিজয়ী করতে মাঠ পর্যায়ে তার পক্ষে অবস্থান করার দূঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাপা’র কিশোরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল হক সরকার ও জেলা মটর মালিক সমিতির সভাপতি, জাপা নেতা শাহাজাহান চৌধুরী। বিশেষ অতিথিগণ বক্তব্যে বলেন, জাতীয় পাটির ছোঁয়ায় এ জেলার অনেক নেতা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। অনেকে উচ্চ আসনে বসার সুযোগ পেয়েছে কিন্তু তারা দলের জন্য কিছু করেননি। শেষে ক্ষমতার লোভে দল ছাড়তে কুন্ঠাবোধও করেননি তারা। এসব নেতার জন্য জাতীয় পাটির তৃণমূল নেতাকর্মীরা মূল্যায়ণ পায়নি। এবার দল সুসংগঠিত করার সময় এসেছে।এতে বক্তব্য রাখেন কিশোরীগঞ্জ উপজেলা জাপা’র সেক্রেটারী আলম হোসেন, জাতীয় শ্রমিক পাটি সৈয়দপুর শাখার সভাপতি আব্দুর রশিদ সরকার, জাপা’র সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি ডা. সুরত আলী বাবু, জাতীয় যুব সংহতির সৈয়দপুর শাখার আহবায়ক রওশন মাহানামা, জাতীয় স্বেচ্ছাসেবক পাটির সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক শফিঊল ইসলাম সুজন, জাতীয় ছাত্র সমাজ সৈয়দপুর পৌর শাখার সাধারন সম্পাদক স্বপন। ইউনিয়ন পর্যায়ে বক্তব্য রাখেন ইলিয়াছ চৌধুরী ভুলু (কাশিরাম), জিএম কবির মিঠু (বোতলাগাড়ী), এমদাদুল হক (কামারপুকুর),  আব্দুল করিম (বাঙ্গালীপুর), আব্দুল হালিম (কিশোরগঞ্জ সদর), রেজাউল আলম স্বপন (বাহাগিলি),  দুলাল হোসেন (নিতাই), দুলাল মিয়া (চাঁদখানা), শাহিন রেজা (গাড়াগ্রাম), আব্দুল লতিফ (মাগুড়া)। কর্মী সভার সার্বিক দায়িত্বে ছিলেন জাতীয় যুব সংহতির সৈয়দপুর শাখার সদস্য সচিব  রাকিব খান।

পুরোনো সংবাদ

প্রধান খবর 6176381507005960445

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item