সড়ক দুর্ঘটনায়॥ নীলফামারীতে উত্তরা ইপিজেডের দুই শ্রমিক হতাহত

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

সড়ক দুর্ঘটনায় নীলফামারী -সৈয়দপুর সড়কের কামারপাড়া নামক স্থানে বালু বোঝাই ট্রলীর ধাক্কায় মটরসাইকেল দুই আরোহীর  হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল পনে ৬টার দিকের এই ঘটনা ঘটে। এ ঘটনার পর পনে দুই ঘন্টা ওই সড়কটি অবরোধ করে রাখে উত্তরা ইডিজেডের শ্রমিকরা। নিহত ব্যাক্তি হলো নীলফামারী উত্তরা ইপিজেডের ভ্যানচুরা লেদার কারখানার সুপারভাইজার জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের টেপুরডাঙ্গা গ্রামের দুলাল হোসেনের পুত্র নুরন্নবী (২৫) ও আহত  একই লেদার কারখানার নারী শ্রমিক একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দীপেন চন্দ্র রায়ের মেয়ে আদুরী রায়(১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনার সময় উত্তরা ইউপি জেডের শ্রমিকদের ছুটে হলে মটরসাইকেল যোগে নুরন্নবী ও আদুরী নিজবাড়ি ফিরছিল। এ সময় নীলফামারী সৈয়দপুর সড়কের কামারপাড়া নামকস্থানে বিপরিত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলির সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক নুরন্নবী নিহত ও আদুরী রায় আহত হয়। আহত আদুরীকে  সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে । তার ডান পা ও হাত ভেঙ্গে গেছে। এ ঘটনা পর সড়কটি অবরোধ করে রাখে ইপিজেডের শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে সন্ধ্য্ াসাড়ে ৭টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বালুবোঝাই ট্রলিটি সহ চালক কে আটক করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 841193353983948342

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item