জলঢাকায় অধ্যক্ষকে কক্ষে রেখে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ 
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নীলফামারী জলঢাকা বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজে  অধ্যক্ষ গোপীনাথ রায় কে তার অফিস কক্ষে  রেখে বাইরে দিয়ে তালা ঝুলিয়েছিল ওই প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটলে  সহকারী শিকদের হস্তক্ষেপে  প্রায় দুই ঘন্টা পর উদ্ধার হয় অধ্যক্ষ গোপীনাথ রায়।
প্রতিষ্ঠানের বিুব্ধ শিক্ষার্থীরা জানায় তারা এই স্কুল থেকে এসএসপি পাস করার পর  কলেজ অধ্য গোপীনাথ রায় কলেজ শাখা খুলে  তাদের না জানিয়ে  কলেজে ভর্তি করিয়ে নেয়। কলেজের শিক্ষক নিয়োগ করা হলে নিয়োগ পরীক্ষায় শিক্ষক নিববন্ধন না থাকায় অধ্যক্ষের নিজ মেয়ে পৌরনীতি বিষয়ে শিক্ষক হিসাবে নিয়োগে বঞ্চিত হয়। কিন্তু  কলেজ শাখায় যে সব শিক্ষক নিয়োগ পেয়েছে তাদের কলেজের মিটিং না ডেকে নিয়োগের বিষয়টি ঝুলিয়ে রেখেছে। অধ্যক্ষের দাবি তার মেয়েকে নিয়োগ দিতে হবে । ফলে কলেজ শাখার নিযোগ প্রাপ্ত শিক্ষকরা  নিয়মিত কাশ নিতে না পারায় শিক্ষার্থীরা আজ উচ্চ শিা থেকে বঞ্চিত হচ্ছে। তাই শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারন দাবি করে।
এ বিষয়ে বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের অধ্য গোপীনাথ রায় সাংবাদিকদের বলেন কলেজের বর্তমান এ পরিস্থিতির জন্য ম্যানেজিং কমিটি দায়ী। তার মেয়ের নিয়োগ দিলে সব সমস্যা সমাধান হয়ে যাবে।  অন্যদিকে ম্যানেজিং কমিটির সভাপতি একে আজাদ বলেন অধ্যক্ষ গোপীনাথ রায় শিক্ষক নিবন্ধন নেই অথচ তার মেয়েকে নিয়োগের জন্য অন্যায় দাবি করে আসছে।  বিদ্যমান সমস্যার জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষকেই দায়ী করে তিনি বলেন,কলেজে শিক্ষক পাঠালেও সেখানে অধ্যক্ষের কারনে  শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের কাশ নিতে পারছেন না। এখন জরুরী মিটিং ডেকে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4543305827397692551

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item