মুখরিত নীলফামারীর ৮১৫টি পূজামন্ডপ

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

আজ সোমবার কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা আর সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় নীলফামারীতেও হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মন্দিরে মন্দিরে আর পূজামন্ডপে ঢাকের বোল, মন্ত্র ও চন্ডীপাঠ, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে প্রতিটি পূজামন্ডপ মুখোরিত হয়ে উঠেছে।উৎসব-আনন্দে মেতে উঠছে শিশু-কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ। ঘরে ঘরে বইতে শুরু করেছে আনন্দের বন্যা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নীলফামারী জেলার সভাপতি এ্যাডঃ অক্ষয় কুমার রায় জানান জেলায় এবার ৮১৫টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাৎসব পালিত হচ্ছে।ষষ্ঠী থেকে দশম দিন অবধি পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। আবার সমগ্র পটি দেবীপ। তিনি বলেন ২২শে অক্টোবর মহানবমী, বিজয়া দশমী ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হবে।পুলিশের গোয়েন্দা শাখা জানায় এ জেলার  ৮১৫টি পুঁজোমন্ডবের মধ্যে অতিরিক্ত ঝুঁকিপূর্ন   ১৮৪ ও ঝুঁকিপূর্ন ১৪৭টি সহ মোট ৩৩১টি মন্ডবকে চিহিৃত করা হয়েছে। এর মধ্যে নীলফামারী সদরে ২৬৬টি পূঁজোমন্ডবের মধ্যে অতিরিক্ত ঝুকিপূর্ন ৬১টি ও ঝুঁকিপূর্ন ৩১টি,  ডোমার উপজেলায় ৯০টির মধ্যে অতিরিক্ত ঝুকিপূর্ন ২৩টি ও ঝুঁকিপূর্ন ২০টি, ডিমলা উপজেলায় ৭৭টির মধ্যে অতিরিক্ত ঝুকিপূর্ন ৩৫টি ও ঝুঁকিপূর্ন ১৪টি, জলঢাকা উপজেলায় ১৬১টির মধ্য অতিরিক্ত ঝুকিপূর্ন ৩৩ টি ও ঝুঁকিপূর্ন ৪০টি, কিশোরীগঞ্জ উপজেলায় ১৩৯টির মধ্যে অতিরিক্ত ঝুকিপূর্ন ১৪টি ও ঝুঁকিপূর্ন ১৫টি,  ও সৈয়দপুর উপজেলায়  ৮২টির মধ্যে অতিরিক্ত ঝুকিপূর্ন ১৮টি ও ঝুঁকিপূর্ন ২৭টি। এ জন্য জোড়দার নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।নীলফামারী পুলিশ সুপার  জাকির হোসেন খান জানান প্রতিটি পুজা মন্ডবে পুলিশ,আনছার ভিডিপি সদস্য ছাড়াও ভ্রাম্যমান পুলিশ দল এবং র‌্যাবের টহল দল কাজ করছে। জেলা প্রশাসক জাকীর হোসেন জানান সরকারী ভাবে পুজা মন্ডবগুলোর জন্য ৩৮৫ দশমিক ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। যা ইতোমধ্যে বিতরন করা হয়েছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 6789446357639029415

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item