রংপুরে নীলসাগর এগ্রো ইন্ডাষ্ট্রিজের ব্যাতিক্রম পার্টনার সম্মেলন সমাপ্ত

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :

নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন বলেছেন, নীলসাগর এগ্রো ইন্ডাষ্ট্রিজ এদেশের আমিষ চাহিদা মেটানোর শীর্ষ প্রতিষ্ঠান হতে চলেছে। আমরা লাভের জন্য ব্যবসা করিনা। সম্পর্ক তৈরীর ব্যবসা করি। এজন্য মানুষের সাথে মানবিতার রোধ বৃদ্ধিতে এগ্রিয়ে চলেছি। সেই সঙ্গে প্রোল্ট্রি শিল্পকে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করছি। গত শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রংপুরের বিনোদন কেন্দ্র ভিন্নজগতে পার্টনার সম্মেলনে প্রধান অতিথির তিনি একথা বলেন।
সম্মেলনে সেরা ১০ পার্টনারকে সম্মানিত করা হয়েছে। এরমধ্যে ২জনকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়। তারা হলেন জয়পুরহাট গ্রামীণ পোল্ট্রি ফিড এন্ড ফিশ’র অজিত কুমার সরকার ও নাটোরের সিংড়ার সবুজ-স্বর্ণা ফিডের এম এ সামাদ। এছাড়া নীলসাগর এগ্রো ইন্ডাষ্ট্রিজের বিপণন বিভাগের ১২ জন সদস্যকে পুরস্কৃত করা হয়। এতে দেশের ১৭০ জন পার্টনার পরিবার নিয়ে উপস্থিত হন। তারা দেশের প্রোল্ট্রি শিল্পকে স্বনির্ভর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন। উপস্থিত ছিলেন নীলসাগর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ জামান কোয়েল, ফার্ম পরিচালক মোমেনুর রহমান রঞ্জু, নির্বাহী পরিচালক আরমান হাবীব ও মার্কেটিং পরিচালক মোস্তফা প্রমূখ। অনুষ্ঠান শুরুর আগে কবুতর, বেলুন ওড়ানো, কোরআন তেলাওয়াত চেয়ারম্যানের সহধর্মিনী মরহুমা শাহানা খাতুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

পুরোনো সংবাদ

রংপুর 7818155554242267461

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item