নীলফামারীর কিশোরগঞ্জে ভিক্ষা করার অপরাধে ২ ভিক্ষুককে কারাদণ্ড

বি,পি,এম,জয়, কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

 নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিক্ষা করার অপরাধে ২ ভিক্ষুককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে  উপজেলার রণচন্ডি ইউনিয়নে। সাজাপ্রাপ্তরা হলেন, জেলার কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের মৃত্যু তমিজ উদ্দিনের ছেলে দবির উদ্দিন (৫৫) ও একই এলাকার মৃত্যু তছির উদ্দিনের ছেলে ছাইয়েদার রহমান (৫০)। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিদ্দিকুর রহমান এ সাজা দেন। এ স্থানীয়রা জানায়, সাজাপ্রাপ্ত ভিক্ষুকরা ভিক্ষুকমুক্ত এ উপজেলায় ভিক্ষা করার জন্য এলাকায় বের হলে স্থানীয় লোকজন তাদের আটক করে স্থানীয় থানায় সোপর্দ করে। তাদের ভিক্ষা করা অপরাধে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্দিকুর রহমান এক ভ্রাম্যমাণ আদালতে গণ উপদ্রব করার অপরাধে উভয়কে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উল্লেখ্য যে, কিশোরগঞ্জ উপজেলাকে এক বৎসর আগে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। রনচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্কীকার করে সাংবাদিকদের জানান, তারা দুইজনেই স্বচ্ছল, তাদের নেশা ভিক্ষা করা। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6571852316838371355

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item