দৃষ্টিহীনতা থামাতে পারেনি সাহেরাকে

মর্তুজা ইসলাম; জলঢাকা  প্রতিনিধি -
সমাজের অন্যান্য শিশুদের মত স্বাভাবিক ভাবে জন্ম নিয়েছিল সে। সমস্যা ছিল  তার কেবল চোখে  ঠিকমত দেখতে না পাওয়া ,নবম শ্রেণিতে পড়ার সময় তার দুই চোখের আলো  চির তরে নিভে যাওয়ায় পড়া লেখার ইতি টানতে হয় তাকে। খুব ইচ্ছে থাকা সত্ত্বেও উচ্চ শিা লাভের সুযোগ হয়নি তার।দৃষ্টিহীনতা তাকে এগোতে দেয়নি। কিন্তু ভাল একটা কিছু করা যার  অদম্য বাসনা তাকে আটকে রাখার সাধ্য কার !নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তালুক গোলনা গ্রামের বাসিন্ধা  সাহেরা ।তার বাবা ছলিমউদ্দিন  স্থানীয় ইউ পি সদস্য  ও মা ফিরোজা বেগম একজন গৃহিণী ।তিন ভাই ও দুই  বোনের মধ্যে সবার ছোট সে।নিজে চোখে দেখতে পায়না তাতে কি মনের চোখে দেখতে পায় যে সে!গত পাঁচ বছর হল খুব সাফল্যের সাথে  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের  সহযোগিতায় শিশু বিকাশ কেন্দ্র চালিয়ে যাচ্ছে সে।এ প্রসঙ্গে সাহেরা  বলেন “ শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে পেরে আমি খুব আনন্দিত, আমার স্বপ্ন আমার শিক্ষার্থীরা যেন পড়া লেখা করে অনেক বড় হতে পারে”

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4700772571462515759

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item