ডোমারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা।

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পরমেশাবর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত ৫ সেপ্টেম্বর শনিবার সকালে সাহাপাড়া হরিসভা মন্দির হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রদান সড়ক প্রদণি করে বনওয়ারী বাবুর বাসভবনে এসে আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রামনিবাস আগরওয়ালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সাবিহা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, বীর মুক্তিযোদ্বা কমরেড মফিজার রহমান দুলাল, ডোমার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু । অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও বামুনিয়া ইউপি চেয়ারম্যান বাবু মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল কাঞ্জিলাল প্রমূখ। উক্ত শোভাযাত্রায় হাজারো ভক্তের ঢল নামে, যেনো হিন্দু সম্প্রদায়ের  মিলন মেলায় পরিনত  হয়েছে।  এদের মাঝে নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ সহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় মন্দিরে প্রর্থনা করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 1756092000738892128

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item