দারিদ্রতার কারনে ডিমলায় যুবকের আত্মহত্যা

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার,জাহাঙ্গীর আলম রেজা ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি-


নীলফামারীর ডিমলা উপজেলা চড়খড়িবাড়ি এলাকায় হেলাল উদ্দিন (২১) নামে এক যুবকের আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে।  শনিবার রাতেে নিজবাড়ির শোয়ার ঘর থেকে  তার ঝুঁলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হেলাল চড়খড়িবাড়ি এলাকার একতার বাজার ২নং ওয়ার্ডের জনৈক জামাল মুন্সি পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়,হেলাল গত কয়েক মাস পূর্বে পারিবারিক প্রস্তাবে বিয়ে করেছিল, সংসারে অভাব অনটন লেগেই থাকায় এবং সীমান্তবত্তী চড়খড়িবাড়ি বন্যা কবলিত এলাকায় আর্থিক কর্মস্থানের ব্যবস্থা কমে যাওয়া সে পরিবারে বোঝা হয়ে গেছে বলে মনে করে আত্মহত্যার পথ বেছে নেয় ।  টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান, হেলাল উদ্দিন পেশায় একজন কৃষি শ্রমিক। দুই বছর পূর্বে বিয়ে করে সে। স্ত্রী নিয়ে বাবা জামাল ফকিরের সংসারে থাকলেও বেশ কয়েক মাস থেকে সংসারে কোন প্রকার আর্থিক সহযোগীতা না করায় শুক্রবার রাতে বাবা-ছেলের মধ্যে রাগারাগি হয়। রাতের খাওয়া শেষে রাতে কোন এক সময় বাবার ওপর অভিমান করে নিজ ঘরের গলায় দড়ি ফাঁস দিয়ে আতœাহত্যা করে হেলাল উদ্দিন।খবর পেয়ে ডিমলা থানা পুলিশ  নিজের শোয়ার ঘর থেকে হেলাল উদ্দিনের ঝুলুন্ত মৃতদেহ উদ্ধার করে।ঘটনাস্থল পরিদর্শণ করেছেন টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন সহ থানা পুলিশ প্রশাসন।এ বিষয়ে ডিমলা থানার ডি.এস. বি মশিউর রহমান বলেন, আমি জেনেছি,সে দারিদ্রতার অভাব অনটনের কারনে আত্মহত্যা করেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয় নাই।

পুরোনো সংবাদ

নীলফামারী 7467654139424575211

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item