টানা ৩ দিনের বৃষ্টিতে পাগলাপীর বন্দরের ৫টি সড়কে হাটু পানি কোথাও কাঁদাপানি একাকার

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ  টানা ৩ দিনের নিরবিচ্ছিন্ন মুসল ধারের বৃষ্টিপাতের পানিতে রংপুরের ব্যবস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে হাইওয়ে সহ জনগুরুত্বপুর্ণ ৫টি সড়ক ও বন্দর সংলগ্ন তিনটি ওয়ার্ডের বিভিন্ন আবাসিক পাড়া মহল্লায় কাঁচা সড়কে হাটু পানি কোথাও কাদা পানি একাকার হয়ে পরায় পথচারীসহ সাধারন মানুষজন চরম দূর্ভোগে চলাচল করছে। জানাগেছে গত মঙ্গল বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিনের নিরবচ্ছিন্ন মুষল ধারের বৃষ্টিপাতের পানিতে পাগলাপীর বন্দরে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে, জলঢাকা ডালিয়া বুড়িমারী, বেতগাড়ী গংগাচড়া ও লাহিড়ীরহাট শ্যামপুর বদরগঞ্জ সড়কের দু’ধারে গড়ে ওঠা ব্যাংক বীমা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এনজিও অফিস শফিং কমপ্লেক্সসহ নানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে জলাবদ্ধতা হাটু পানি, পায়ের গোড়ালী পানির স্রোত বইছে কোথাও কাদা পানি একাকার হয়ে পড়ায় শিক্ষার্থী পথচারীসহ সাধারন মানুষজন চরম দূর্ভোগে চলাচল করছেন।
বিশেষ করে বৃষ্টির পানিতে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের আওয়ামীলীগ নেতা মানিক শেখের ভাংড়ির দোকানের সামন হতে পেট্রোল পাম্প মোড়ে সুমনের চায়ের দোকান পর্যন্ত ও লাহিড়ীর হাট শ্যামপুর বদরগঞ্জ সড়কের সুমন ইলেকট্রনিক্স এর দোকান হতে সিয়াম লাইব্রেরীর সামন দিয়ে হাশি শিশু শিক্ষালয় পর্যন্ত দুটি সড়কের হাটু পানি পায়ের গোড়ালী পানির স্রোত বইছে আবার কোথাও কাদাপানি একাকার হয়ে পড়ায় পথচারী শিক্ষার্থীসহ বিভিন্ন যানবাহনগুলি জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছেন। অভিযোগ উঠছে টানা ৩ দিনের নিরবিচ্ছিন্ন বৃষ্টিপাতের পানিতে লাহিড়ীরহাট শ্যামপুর বদরগঞ্জ সড়কে পানির স্রোতের উপর দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে গর্তে পড়ে গত ৩ দিনে ৩০টি দূর্ঘটনায় অটো সিএনজি রিক্সা ভ্যান উল্টে ৫০ জন যাত্রী গুরুতর জখন হয়েছে। সরেজমিনে গতকাল বৃহস্পতিবার লাহিড়ীর হাট শ্যামপুর বদরগঞ্জ সড়কের সিয়াম লাইব্রেরীর প্রোপাইটার সোহানুর রহমান সোনা, তরুন ব্যবসায়ী শামস কবির ও সদর ছাত্রদল নেতা ফিরোজ কবিরসহ কয়েকজন জানান পাগলপীর বন্দরে পানি নিস্কাসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতে পানি বেরুনো কোন পথ না থাকায় ৫টি সড়কের দু’ধারে নানা ব্যবসায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রংপুর সড়কে চ্যারকাপাড়া মোড়ে মা ভ্যারাইটিস স্টোরে প্রোপাইটার ফারুক হোসেন পেট্রোল পাম্প মোড়ে রাচ্চ জাহান স্টোরের প্রোপাইটার মো: দুখু মিয়া ও চায়ের দোকানী সুমন সহ স্থানীয় কয়েকজন জানান সড়কের উপর জলাবদ্ধতার উপর দিয়ে কাদা পানির মধ্য দিয়ে যখন কোন বাস ট্রাক কার মাইক্রো অটো সিএনজি কিংবা রিক্সা ভ্যান চলাচলের সময় গাড়ির চাকার পিষ্ঠ হওয়া ময়লা আবর্জনা পানি মানুষের ব্যয়ে সিটকে পড়ে মানুষের জামা কাপড় নষ্ট হচ্ছে। ওই সড়কের বাসিন্দা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির প্রতিষ্ঠাতা কবির হোসেন জানান বৃষ্টিপাত ৫ থেকে ১০ মিনিট হলে সড়কের দু’ধারে কাদা পানি ১ থেকে ২ সপ্তাহ থাকছে। পাগলাপীরের বিভিন্ন মহল জানান এ অবস্থা প্রায ২ যুগ ধরে চলে আসছে। মাঝে মধ্যে সড়ক ও জনপদ বিভাগের আজ্ঞাবাহ কর্মকর্তারা এলাকায় আসলেও পানি নিস্কাসনে ড্রেনের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্র“তি দিলেও আজও পর্যন্ত পাগলাপীর বন্দরে ৫টি সড়কে স্থায়ীভাবে পানি নিস্কাসনে কোন ড্রেন স্থান করা হয়নি। তবে ডালিয়া বুড়ীমারী সড়কে চলতি বছরের শুরুতে ২০ লক্ষ টাকা ব্যয়ে একটি ড্রেন স্থাপন করলেও সেটিও স্থানীয় জনসাধারনের কোন কাজে আসছে না। বলা চলে ২০ টাকার ড্রেন এখন মাটির নিচে চাপা পড়ে আছে। অপর দিকে একই অবস্থা বিরাজ করছে পাগলাপীর বন্দর সংলগ্ন গোকুলপুর-১, গোকুলপুর-২ ও মহাদেবপুর ৩টি ওয়ার্ডের বিভিন্ন আবাসিক পাড়া মহল্লার কাচা সড়কে একটু বৃষ্টিপাতের পানিতে কাদা পানি একাকার হয়ে পড়ায় পাড়া মহল্লাবাসীরা চরম দূর্ভোগে চলাচল করছেন। এ ব্যাপারে পাগলাপীরে বিভিন্ন শ্রেনী পেশাজীবী মহল স্থায়ীভাবে পানি নিস্কাসনের জন্য পাগলাপীর বন্দরের ৫টি সড়কে ড্রেন স্থাপনের দাবিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 8986032560264411957

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item