ফায়ার সার্ভিস স্টেশন জলঢাকা বাসীর স্বপ্ন নয় বাস্তব -উদ্বোধনী অনুষ্ঠানে এমপি অধ্যাপক গোলাম মোস্তফা

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ
ফায়ার সার্ভিস স্টেশন জলঢাকা বাসীর এখন স্বপ্ন নয় বাস্তবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে উন্নয়নের ধারা সৃষ্টি করেছে তারই ধারাবাহিকতায় এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। গতকাল মঙ্গলবার সকালে পৌরসভার পেট্রোল পাম্প নামক স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন স্থানীয় সংসদ সদস্য নীলফামারী-৩ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা। গনপুর্ত বিভাগের অর্থায়নে ১ কোটি ৩৭ ল টাকা ব্যয়ে নির্মিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিব।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের উপপরিচালক সমেন্দ্রনাথ বিশ্বাস, সহকারী পরিচালক মোহাম্মদ আলী, উপসহকারী পরিচালক কোবাদ আলী সরকার, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, জলঢাকা ডিগ্রী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্য মোফাজ্জল হক, অধ্য বিবেকানন্দ মহন্ত, আওয়ামীলীগ নেতা এ কে আজাদ প্রমুখ। এমপি আরও বলেন, আওয়ামীলীগ সরকার যখন মতায় থাকে দেশের মানুষ তখন শান্তিতে বাস করে। আমরা উন্নয়নের রাজনীতি বিশ্বাস করি। তাই এই সরকারের ছায়াতলে জনগন ঐক্যবদ্ধ আছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8999385869185833013

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item