জলঢাকায় শ্বশুর বাড়ির নির্যাতনে মৃত্যু শয্যায় শরিফা

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকায় শ্বশুর বাড়ীর লোকজনের নির্যাতনের স্বীকার হয়ে হাসপাতালের মেঝে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে এক গরীব বাবার অসহায় মেয়ে শরিফা আক্তার (২২) ঘটনাটি ঘটেছে গত সোমাবার সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিন দেশীবাই ধাইজান পাড়া এলাকায়। শরিফা ও এলাকাবাসী জানান চার বছর আগে এলাকার অলিবর হোসেনের ছেলে নুর হোসেনের সাথে ১ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক নিয়ে বিয়ে হয় নির্যাতিতার।
শরিফা কালো বলে তার স্বামী যৌতুকের চাপ দিত। টাকা না পেলে শুরু হত অমানবিক নির্যাতন। এর কারনে শরিফাকে মৌকিক তালাকও দেয়। সেই ক্ষোভে গলায় দড়ি দিয়ে আত্মতহ্যার চেস্টা  ও চালায় তারই ধারাবাতিকতায় সোমবার সকালে তার শশুর অলিবর হোসেন শাশুরী মর্জিনা বেগম ভাসুর গোলাম মোস্তফা ও তার জা নাজমা বেগমসহ আরও অনেকে গলা টিপে শরিফাকে হত্যার চেষ্টা চালায়। পড়ে এলাকাবাসি উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করালে বর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এ ব্যাপারে জলঢাকা স্বাস্থ্য প.প. কর্মকর্তা মাহাবুব হোসেন লেলিন জানান শরিফার গলায় ও হােেত প্রচন্ড আঘাত পেয়েছে। তার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3289015531004412004

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item