পাগলাপীরে পাবলিক টয়লেট না থাকায়-জনদূর্ভোগ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে পাবলিক টয়লেট না থাকায় ভূক্তভোগী সাধারন মানুষজনের চরম দূর্ভোগ বেরেই চলছে। জানাগেছে পাগলাপীর বন্দরে দীর্ঘদিন ধরে পাবলিক টয়লেট না থাকায় দুর পাল্লার বাস কোচ যাত্রী পথচারী স্থানীয় নানা ব্যবসায়ীসহ সাধারন মানুষজন চরম দূর্ভোগে পায়খানা প্রসাব সারছেন।
বিশেষ করে প্রসাব পায়খানার চাপ দিলে দুর পালার বাস কোচ যাত্রী মা বোনরা লাজ লজ্জা ত্যাগ করে লোক চুর আড়ালে দোকান পাটের পিছনে ঝোপের আড়ালে তারা পায়খানা প্রসাব সারছেন। ফলে এতে করে পাগলাপীর বন্দরে যত্র তত্র মল মূত্রে পরিবেশ নষ্ট হচ্ছে। জনগনের এই দূর্ভোগের কবল থেকে রায় ইতি পূর্বে সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন লিখন তার নির্বাচনী ইসতেহার পূরনে পাগলাপীর বন্দরের গোলচত্তরে লাধিক টাকা ব্যয়ে একটি পাবলিক টয়লেট নির্মান করলেও জনগনের ব্যবহারে বছর পেরিয়ে যেতে না যেতেই সেটি ওয়ান এলিভেন এর সময়ে তৎকালিন ফকরুদ্দিন সরকারের আমলে অবৈধ উচ্ছেদ অভিযানে পাবলিক টয়লেটটি ভেঙ্গে ফেলা হয়। ফলে আবারো নতুন করে পাগলাপীর বাসীকে পাবলিক টয়লেটের অভাবে দীর্ঘদিন ধরে জন দূর্ভোগ পোহে আসছে। 

পুরোনো সংবাদ

রংপুর 8747647983486717585

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item