পাগলাপীরে শব্দ দূষন বিপাকে শিক্ষার্থীরা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে অতিরিক্ত মাত্রায় শব্দ দূষনে শিক্ষার্থী পথচারী ক্রেতা সাধারনসহ বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মহল অতিষ্ট হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠছে। জানাগেছে এমনিতে পাগলাপীর বন্দরে হাইওয়েসহ জনগুরুত্বপূর্ন ৫টি সড়কের উপর দিয়ে প্রতিনিয়ত বাস কোচ ট্রাক কার মাইক্রো অটো ভটভটি সিএসজি মটরসাইকেল গাড়ীর বিকট শব্দ ও হরেনের শব্দ বিরতিহীন চলার সঙ্গে পাল্লা গিয়ে লেদ ওয়ার্কশপ মটর মাইকেল টিভি সিডি ক্যাসেট মোবাইল ও জুয়েলারী দোকানে ঝালাই হাতুরের ঠন ঠন শব্দে মানুষজনের কান ঝালাপালা করে তুলেছে, তার উপর ইদানিং কালে পাগলাপীর বন্দরে এক শ্রেনীর গান বাজনা ডাউনলোড সহ পন্য ব্যবসায়ী মালিকরা ক্রেতা সাধারন বিশেষ করে শিক্ষার্থীসহ কিশোর কিশোরী তরুন তরুনী ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবসা প্রতিষ্ঠানের টিভি ক্যাসেট লাউড স্পিকার দিয়ে শরীর দোলানা ভুমধারাক্কা গান বাজানোয় শব্দু দূষন হয়ে পড়েছে পাগলাপীর বন্দর।
পাগলাপীরের বিভিন্ন মহলের অভিযোগ ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভিতরে টিভি ক্যাসেটে অতিরিক্ত মাত্রায় সাউন্ড দিয়ে গান বাজানোয় পাশের দোকানে কেনাকাটা করতে আসা ক্রেতাদের দোকানের সামনে দারিয়ে থাকা দুসাধ্য হয়ে পড়ছে। শুধু তাই নয় অতিরিক্ত মাত্রায় শব্দ দূষনের ফলে পাগলাপীর বন্দরে ব্যাংক বীমা এনজিও নানা ব্যবসায়ী প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কাজকর্মে ঘটছে মারাত্বক বিঘœ। বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ চলাকালীন সময়ে এইসব ব্যবসায়ী প্রতিষ্ঠানে টিভি ক্যাসেটে অতিরিক্ত মাত্রায় সাউন্ড দিয়ে গান বাজনার শব্দে কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে।

পুরোনো সংবাদ

রংপুর 3394907094897457932

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item