ডোমারে বাক প্রতিবন্ধী তরুণীর ইজ্জত হরণের আসামী গ্রেফতার:

এ.আই.পলাশ- নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী এলাকার বোতলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শবর্তী গ্রামে এক বাক প্রতিবন্দী তরুনীকে এক লম্পট বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত গ্রামবাসীর চোখে ফাঁকি দিয়ে তার ইজ্জত হরণ করে আসছিল। এই ঘটনাটি এলাকায় প্রাকাশ পেলে সমাজের একশ্রেণীর লোকেরা তরিঘড়ি করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিচার শালিশের মাধ্যমে আবারো সেই প্রতিবন্ধীর পরিবারকে অর্থের বিনিময়ে ধোকা দেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এব্যাপারে গত ২৮শে জুন ২০১৫ইং রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো ও প্রথম খবরে প্রতিবন্ধী তরুণীর ইজ্জত হরণের একটি সংবাদ প্রকাশিত হলে এলাকায় তোলপার শুরু হয়।
সেই সূত্র ধরেই প্রতি বন্ধী গোলাপী (২০) এর পিতা ময়জুল গত ১লা জুলাই ২০১৫ইং ডোমার থানায় উপস্থিত হয়ে  একটি মামলা দায়ের করেন। মামলা নং-০১, তাং-০১/০৭/২০১৫ইং উক্ত দিনেই চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুল আলী বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালিয়ে থাকা ধর্ষণ মামলার আসামী মৃত: হাসিবুলের পুত্র লম্পট লাবু (২১) কে তার নানার বাড়ি কাজিরহাট এলাকা থেকে  গ্রেফতার করে কোটে চালন দেয়। গ্রেফতারকৃত লাবুর শিকারোক্তিতে জানা গেছে, সে দীর্ঘ দিন যাবত এই বাক প্রতিবন্ধী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইজ্জত হরণ করে আসছিল। ঘটনাটি এলাকায় প্রকাশ হলে সে তরিঘরি করে আসল ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য কিছু সুযোগ সন্ধানী ব্যাক্তিদের মাধ্যমে আষোপ মিমাংসার চেষ্টা চালায়। সুয়োগ সন্ধানী ব্যাক্তিরা লম্পট লাবুর কাছ থেকে এই মামলা থেকে তাকে বাঁচিয়ে দেয়ার জন্য গোপনে ১,৪০,০০০ হাজার টাকা চুক্তি বদ্ধ করে এবং প্রতিবন্ধীর পরিবারকে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে মামলাটি নিষ্পত্তির চেষ্টা চালিয়ে পূণরায় ব্যর্থ হয়। গেফতার কৃত লম্পট লাবু আরো জানান, গ্রেফতারের পূর্ব মহুর্ত পর্যন্ত বহু সুযোগ সন্ধানী ব্যাক্তিরা তার কাছ থেকে বেশ কিছু টাকাও হাতিয়ে নিয়েছে। অথচ প্রচুর টাকা খরচের পরও লম্পট লাবুকে মামলা থেকে বাঁচাতে পাড়ল না এই সুযোগ সন্ধানী ব্যাক্তিগুলো। এব্যাপারে এই মামলার তদন্তকারী কর্মকর্তা চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্তকর্মকর্তা মনছুর আলী বলেন, আসামী লাবু গ্রেফতারের পর সবকিছুই স্বীকার করেছে তবে বাক প্রতিবন্ধীর সঙ্গে যে আচরণ করেছে তার শাস্তি সে পাবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 391409850474631361

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item