ডোমারে বোড়াগাড়ী ইউনিয়নে ভূয়া জন্ম সনদ দিয়ে চলছে বাল্য বিয়ের প্রতিযোগিতা।

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে বোড়াগাড়ী ইউনিয়নে বিভিন্ন দালালের মাধ্যমে ইউনিয়ন পরিষদের ভূয়া জন্ম সনদ পত্র দিয়ে বাল্য বিবাহের প্রতিযোগিতা চলছে। প্রতিরোধে নেই কোন উদ্যোগ। বাল্য বিয়ের ফলে শিশুরা অল্প বয়সে সন্তানের মা হয়ে নানা সমস্যার জন্ম দিচ্ছে । এজন্য কাজীর পাশাপাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যদের দায়ী করেছে এলাকার সচেতন মহলের ব্যাক্তিগণ। সরেজমিনে খোজ নিয়ে দেখা গেছে, গত ৩মাসে উক্ত ইউনিয়নে মোট বিবাহ সম্পন্ন হয়েছে ১৫টি, তারমধ্যে বাল্য বিবাহ হয়েছে ৫ থেকে ৮টি। গত ১ মার্চ ইউনিয়নের নয়ানী বাগডোরা নুথু পাড়া গ্রামের আব্দুল করিমের কন্যা পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী উম্মে কুলছুম(১৪)।
২৬ মার্চ  বাকডোকরা শিয়াল ডাংঙ্গী এলাকায় ইন্দ্রজিৎ রায়ের কন্যা  নিমোজখানা স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্রী ঝর্ণারানী রায় (১৩)। ৩১মে নিমোজখানা খামাতপাড়া গ্রামে নুর ইসলাম টুকশুর  কন্যা ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী নূর বানু (১৩)। ১৬ মার্চ একই এলাকার মৃত আজিজুল ইসলামের কন্যা ৭ম শ্রেনীর ছাত্রী রাজিয়া মনি(১৪) এছাড়াও ১ এপ্রিল বাগডোকরা হরতকি তলা প্রেমানন্দ রায়ের ১১ বছরের কন্যার বিয়ে দেওয়ার দায়ে কনের বাবা সহ ৩ জনের ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান করেন নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান।  উল্যেখ্য বোড়াবাড়ী ইউনিয়নের কাজী আব্দুল জলিলের নেতৃত্বে এলাকার কিছু টাউট বাটপার লোকের জোকসাজসে ১৩ থেকে ১৪ বছর বয়সের স্কুল পড়–য়া ছাত্রীদের বিবাহের প্রতিযোগিতা চলছে। বিশেষ সুত্রে জানাযায়, পরিষদের কিছু দালাল প্রকৃতির লোক তাদের অভিভাবকদের কাজ থেকে ১৫ থেকে ২ হাজার টাকা নিয়ে ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধনে বয়স বাড়িয়ে দিয়ে নির্দিধায় বহাল তবিয়তে বাল্য বিয়ের কার্যক্রম চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। তবে খোজ নিয়ে দেখা গেছে এর পিছনে ভোট ব্যাবসায়ী ইউপি সদস্য ও চেয়ারম্যানরায় জড়িত রয়েছে। এবিষয়ে ইউপি চেয়ারম্যান ইছাহাক আলী বাল্য বিবাহ ও ভূয়া সনদ পত্রের কথা অস্বীকার করে বলেন, আমার জানা মতে আমি কখনোয় বাল্য বিবাহের ব্যাপারে সনদ পত্র দেই না তবে অন্য কোনো উপায়ে তারা ব্যাবস্থা করলে আমি বিষয়টি দেখবো। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বাল্য বিবাহ বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন
#

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item