পাগলাপীরে বানিজ্যিকভাবে নীলের চাষাবাদ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরে বানিজ্যিকভাবে নীল চাষাবাদ করছেন কৃষকরা। জানা গেছে পাগলাপীর অঞ্চলের ুদ্র বর্গাসহ প্রান্তিক কৃষকরা বাড়িসংলগ্ন উচু ভিটা ডাঙ্গা জমিতে ব্যাপকভাবে নীল চাষাবাদ করছেন। একসময় অঞ্চলের  কৃষকরা ফসলি জমিতে নীল চাষাবাদ করে অনেক অর্থ উপার্জন করলেও কালক্রমে নীল চাষাবাদ বন্ধ হয়ে যায়। তবে অঞ্চলে কিছু কিছু এলাকায়্ উৎসাহী কৃষকরা জ্বালানী ও বেড়ার কাজের ব্যবহারের জন্য নীল চাষাবাদ করতো। কিন্তু ইদানিংকালে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানগুলি নীলপাতার সংগ্রহে আগ্রহ প্রকাশ করায় অঞ্চল জুড়ে আবারো কৃষকরা বানিজ্যিকভাবে নীল চাষাবাদের প্রতি ঝুকিয়ে পরেছেন।
অঞ্চলের কৃষকরা জানান, নীল চাষাবাদ লাভজনক ফসল। আলু, তামাক, গম শরিষা, ভুট্টা উত্তোলনের পর ফাকা সময়ে জমিতে নীল চাষাবাদ করে পুনরায় ঐ জমিতে আমন ধান চাষাবাদ করা যায়। এছাড়া যে জমিতে নীল চাষাবাদ করা যায় ঐ জমিতে অন্যান্য ফসল ভালো ফলে। নীলে পাতা কেজি দরে বিক্রি হয় এবং ডালপালাগুলো জ্বালানী ও বেড়ার কাজে কৃষকরা ব্যবহার করেন। নীল চাষাবাদ করতে ২৫ শতাংশ জমিতে ১ হাজার থেকে দেড় হাজার টাকা খরচ করে। এতে কৃষকরা প্রায় ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা লাভ করে। বাংলা সনের বৈশাখের শেষের দিকে ও জৈষ্ঠ্যের পুরো মাস ধরে জমিতে কৃষকরা নীল চাষাবাদ করেন। 

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item