ডোমার থানার হত্যা মামলার পলাতক আসামি সৈয়দপুরে আটক

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি-
নীলফামারীর ডোমার থানায় হত্যা মামলার দুই পলাতক আসামি সৈয়দপুরে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় শহরের রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন থেকে পলাতক ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জানা যায়, নীলফামারী জেলা সদরের কুমারপাড়া এলাকার ছফদ্দি মামুদের ছেলে হায়দার আলী(৩০) ও আকালু মামুদের ছেলে ইনসান আলী(৩৫) বিরুদ্ধে ২০১৩ সালের ৫ ডিসেম্বর ডোমার থানায় একটি হত্যা মামলা হয়। মামলা নং-৩। এ মামলায় আসামিরা দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গত ৭ জুন বেলা সাড়ে ১২টায় ডোমার থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনে চড়ে আসামিরা সৈয়দপুরে আসার খবর জানতে পেরে ডোমার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আইয়ুব আলী সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেনকে অবহিত করেন। এ সংবাদের ভিত্তিতে ওসি ইসমাইল হোসেন, এএসআই আব্দুল হালিমসহ সঙ্গীয় ফোর্স সৈয়দপুর রেলওয়ে স্টেশনে গিযে ওঁৎপেতে থাকে। ট্রেনটি সৈয়দপুরে আসার সাথে সাথে পলাতক ওই দুই আসামিকে আটক করে পুলিশ। পরে আসামিদের ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item