ডোমারে শহীদ জাহানারা ইমাম আনন্দলোক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডোমারে আজ বুধবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পযর্ন্ত অতি দরিদ্র পরিবারের শিশুদের জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রকল্পের আওতাধীন শহীদ জাহানারা ইমাম আনন্দলোক বিদ্যালয় ও মাটিয়া দাশ আনন্দলোক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্টিত হয়েছে । উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাটিয়া দাশ আনন্দলোক বিদ্যালয়ে   ৭ টি পদে ১৫ জন প্রার্থী ,৮৯ জন ভোটার ও সোনারায় ইউনিয়নের শহীদ জাহানারা ইমাম আনন্দলোক বিদ্যালয়ে   ৭টি পদে ১৫ প্রার্থী ৮২ জন ভোটার অংশ নেয় ।দুপুর ৩ টায় ফলাফল ঘোষনা করা হয় । মাটিয়া দাশ আনন্দলোক বিদ্যালয়ে   ৭ টি পদে সুপনা সাথী, রতœা আক্তার, সুমনা আক্তার , শান্ত চন্দ্র ,ফরিদা আক্তার , মনির মিয়া, অন্তর বিজয় লাভ করে ।শিশুদের মধ্যে থেকেই প্রিজাইডিং ,পেলিং অফিসার,আনসার,পুলিশ,এজেন্ট নিয়োগ দেওয়া হয় ।

এ নির্বাচন পরিচালনায় অংশ নেন গন উন্নয়ন সংস্থার এরিয়া কো- অর্ডিনেটর ধীরাজ রায়,প্রোগাম অর্গানাইজার রেজাউল করিম,ইসমত আরা প্রমুখ ।
উল্লেখ্য , এনইটিজেট বাংলাদেশ এবং জার্মান ডক্টরর্স এর সহযোগিতায় গন উন্নয়ন সংস্থা প্রকল্পটি বান্তবায়ন করছে ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2165862020334628057

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item