জলঢাকায় ঘূর্ণি দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

মর্তুজা ইসলাম,জলঢাকা  প্রতিনিধি : প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ  নীলফামারী জেলার তালুক     গোলনা গ্রামে  ঘূর্ণি দুর্গত  মাঝে   ত্রাণ বিতরণ করেছে । বুধবার বিকালে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের  এ  গ্রামে  ঘূর্ণিঝড়ে  তিগ্রস্থ আরো ৫০ টি  পরিবারের হাতে বালতি,তোয়ালে ,মশারি,কম্বল,বালতি,মগ,মোমবাতি,জগ ও শিশুদের জন্য খেলনা সহ  অন্যান্য ত্রাণসামগ্রী তুলে দেয়া হয় ।স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নীলফামারী  প্রোগ্রাম ইউনিট ম্যানেজার ডা. হৃষিকেশ সরকার, গোলনা ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির  প্রমুখ উপস্থিত ছিলেন।গত  ৫ মে   ঘূর্ণি দুর্গত  ১২০ টি পরিবারকে ত্রাণ প্রদান করে  প্ল্যান ইন্টারন্যাশনাল । এ ছাড়াও ঘূর্ণি দুর্গতএলাকায়  প্ল্যানের প থেকে ১০ টি ল্যাট্রিন ,৩ টি নলকূপ বসিয়ে দেওয়া হয়েছে এবং ১ টি শিশু বিকাশ কেন্দ্র   বানিয়ে  করে দেওয়া হয়েছে

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item