ডিমলায় ব্র্যাকের মাঠ দিবস অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডিমলা উপজেলার শালহাটী গ্রামে মো: মহির মোলার জামিতে ব্র্যাক সীড এ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের বাজারজাতকারী অ্যাডভেন্টা কোম্পানীর প্যাসিফিক- ২২৪ জাতের হাইব্রিড ভুট্টার মাঠ দিবস অনষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিমরা টেরিটরী মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: বাহাউদ্দিন অত্র এলাকার কৃষকবৃন্দ। ভুট্টার মোচার আকার এবং দানার সংখ্যা দেখে ফলন একরে ১০০ থেকে ১০৫ মন হবে বলে আশা প্রাকশ করেন।

অপরদিকে উপজেলার খগাখড়িবাড়ী গ্রামে মো: একরামুল হকের জামিতে ব্র্যাক সীড এ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের বাজারজাতকৃত হাইব্রিড ধান সাথী এর মাঠ দিবস অনষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিমরা টেরিটরী মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম, ডিলার বৃন্দাবন চন্দ্র রায়, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: বাহাউদ্দিনসহ এলাকার কৃষকবৃন্দ। ধানের শিষ এবং গাছ দেখে কৃষকগন ফলন একরে ১০০ থেকে ১০৫ মন হবে বলে আশা প্রাকশ করেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item