ডিমলায় ধানের চেয়ে ভুট্টা চাষে বেশী লাভবান কৃষকরা

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা, নীলফামারীঃ নীলফামারীর ডিমলায় মনে করছেন কৃষকেরা। বাজারে তুলনামূলক ভাবে ধানের চেয়ে ভুট্টার দাম ও চাহিদা দুটোই বেশী। চলতি রবি মৌসুমে নীলফামারী জেলার ডিমলা উপজেলার কৃষকেরা ধান চাষাবাদের চেয়ে ভুট্টা চাষে তুলনা মূলক ভাবে আনেক বেশী লাভবান হয়েছে মনে করেন।
প্রতি বিঘা জমিতে ইরিবোরো চাষ করে ৬/৭ হাজার টাকা খরচ করে ২০/২১ মন ধান ফসল ঘরে তুললেও বাজারে প্রতি মান ধান বিক্রি হচ্ছে ৪/৫ শত টাকা অথচ প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষ করে ৩ থেকে সাড়ে ৩ হাজার খরচ করে বিঘায় ভুট্টা ফলন হয় ২৫/৩০ মন এবং প্রতি মন ভুট্টা বাজারে বর্তমান মূল্য ৫শ থেকে ৬শ টাকা মন। বাজারে ধানের চেয়ে ভুট্টা দাম ও চাহিদাও আনেক বেশী ভুট্টার চেয়ে ইরিবোরো ধানের চাষে পোকা মাকড়ের আক্রমনে খেত নষ্ট হওয়ার সম্ভবনা বেশী থাকে কিন্তু ভুট্টার েেত্র তা  একেবারেই তে নষ্টের ভয় থাকে না চলতি মৌসুমে এ উপজেলায় বোরো ধানের চাষাবাদের লমাত্র ছিল ১৩ হাজার ৩ হেক্টর জমিতে এর উৎপাদনের লমাত্রা ধরা হয়েছিল ৫৫ হাজার ২৫ মে:টন কিন্তু আবওহয়া প্রতিকুল বিভিন্ন সেচ সংকট ধানের শীষ বের হওয়ার সময় গোড়া পোচা রোগে কারনে উল্লেখিত লমাত্রা অর্জিত না হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। অপর দিকে চলতি মৌসুমে উপজেলায় ভুট্টা চাষের লমাত্রা ৫ হাজার ৬শ ৮২ হেক্টর জমিতে ধরা হলেও চাষাবাদ করা হয় ৭ হাজার হেক্টর জমিতে আর এতে ৪০ হাজার ৩শ ৪৫ মে:টন উৎপাদনের লমাত্রা ধরা হলেও আবহাওয়া অনুকুলে পর্যাপ্ত সেচ ও সার সুবিধার কারনে ল মাত্রা চাড়িয়ে রেকর্ড পরিমান ভুট্টা ফলনের আশা করছেন কৃষকরা। ঝুনাগাছ চাপানী  ইউনিয়নের ছাতুনামা গ্রামের মজিদুল (৪০) জানান আমি চলতি মৌসুমে ৫ বিঘা জমিতে ইরিবোরো চাষ করে শীষ গোড়া পচা রোগে আক্রমনে ধানে চিটা পড়ে নষ্ট হওয়ার কারনে বিঘায় ৭/৮ মন ধান হয়েছে এতে চাষাবাদ খরচের অর্ধেক টাকাও ওঠেনি। ইরি চাষাবাদ করে সর্বশান্ত হয়েছি। তিনি আরো জানান অন্য ৩বিঘা জমিতে ভুট্টা চাষ করে মোট ৯০ মন ভুট্টা ঘরে তুলতে পেরেছি। ওটুকু জমিতে ভুট্টা চাষ না করলে মাঠেই মরত হতো। একই কথা জানালেন পূর্বছাতনাই ইউনিয়নের পূর্ব ছাতনাই গ্রামের আবু বক্কর সিদ্দিক তিনি ১০ বিঘা জমিতে ভুট্টা চাষ করে ভুট্টার ভাল ফলন হওয়ায় আনেক লাভবান হয়েছেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item