জলঢাকায় ব্র্যাকের হাইব্রিড সাথী ধানের কৃষক মাঠ দিবস

মর্তুজা ইসলাম, জলঢাকা,নীলফামারী,প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জে হাইব্রিড সাথী ধানের কৃষি মাঠ দিবস পালন করেছে কৃষকেরা। অনেক কৃষকের মুখে প্রফুল্লতা লক্ষ্য করা গেছে। চাষীদের মুখে হাসি ফুটেছে। গতকাল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় রনচন্ডি গ্রামের সহস্রাধিক কৃষকের উপস্থিতিতে ব্র্যাকের হাইব্রিড সাথী ধান চাষ করে স্বাবলম্বী হয়েছে অনেক চাষী এ বিষয়ে আলোকপাত করেন ব্র্যাকের মার্কেটিং অফিসার মোঃ বাবুল আক্তার।
ব্র্যাকের ডিলার একরামুল হকসহ কৃষিবিদরা। কৃষক এজাজুল হক জানান, এই হাইব্রিড ধান চাষ করে দরিদ্রতাকে দুর করে নিজেকে স্বাবলম্বী করেছি শুধু আমি নই আমার মত অনেক কৃষকেই লাভবান হয়েছেন এ ধান চাষ করে। অপরদিকে নীলফামারীর জলঢাকার ডাকুরডাঙ্গা গ্রামে হাইব্রিড সাথীধানের উপর মাঠদিবস পালন করা হয়। ডিলার একরামুল হক জানান, হাইব্রিড সাথীধান আমি অধিক পরিমানে কৃষকের ঘরের ঘরে পৌছে দিতে পেরেছি। এবং হাইব্রিড ধান এ আঞ্চলের ডিজিটাল ধান, উপজেলা কৃষি অফিস জানায়, এবার হাইব্রিড সাথী ধানের  উৎপাদন ভিশন চমৎকার ভবিষ্যতে কৃষক এ ধান চাষ করলে নিজেকে স্বনির্ভর করে তুলবে।  

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item