দেবীগঞ্জে কৃষকের ক্ষেতের ফসল নষ্ট করেছে দুবৃর্ত্তরা

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের পামুলী পাড়া গ্রামে বিজয় চন্দ্র রায়ের ক্ষেতের  ফসল নষ্ট করে দিয়েছে দুবৃর্ত্তরা।
ক্ষতিগ্রস্থ কৃষকের অবস্থা দেখতে সরেজমিনে জানাগেছে,বৃহস্পতিবার গভীর রাতে দুবৃর্ত্তরা বিজয় চন্দ্র রায়ের  প্রায় ৩৩শতক জমির ক্ষেতের  ফসল করলা,পানিকুমড়া ও ঝিংগা বাগান নষ্ট করে রেখে যায়।
ক্ষতিগ্রস্থ কৃষক জানায়,এক সপ্তাহ পরে ফসল ছিড়ে বাজারে বিক্রি করা যেত।প্রতিটি গাছে ফুল ও ফল ধরেছে।বাগানে প্রায় ৩০হাজার টাকা খরচ করেছি এবং আনুমানিক লাক্ষ খানেক টাকার করলা,পানিকুমড়া ও ঝিংগা বিক্রি করতে পারতাম। গভীর রাতে দুবৃর্ত্তরা আমার ক্ষেতের প্রায় ৫০০শত করলা,পানিকুমড়া ও ঝিংগার গাছ নষ্ট করে দিয়েছে।
পামুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোজাহার হোসেন বলেন, কৃষকের ফসল নষ্ট করা আর কৃষকের সন্তান হত্যা করা সমান কথা।

দেবীগঞ্জ থানার ওসি মোঃ কায়ছার আলী খান প্রতিবেদকে জানান,ক্ষতিগ্রস্থ কৃষক এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item