ডিমলায় গরুর মাংসের বাজারে আগুন।

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি-নীলফামারী ডিমলা উপজেলায় সর্বত্র মাংসের বাজারে আগুন লেগেছেমাংস ব্যাবসায়ী সাইফুল বাবুল হোসেন বলেছেন ভারতীয় গরু কমে যাওয়ায় দেশি গরুর দাম বেশি এবং চামড়ার মূল্য না পাওয়ায় মাংসের দাম বেরেছেসাইফুল বাবুল হোসেন আরো জানান -দের মাস পূর্বে প্রতি চামড়ার মূল ছিল ৩০০০-.৫০০/= টাকা যা বর্তমানে ৮০০-.০০০/= অতচ তাদের ওই কথার কোন সত্যতা মেলেনিডিমলার বিভিন্ন হাট-বাজার খোজ খবর নিয়ে জানা গেছে নতুন করে গরুর দাম বাড়েনি,বরংপশু পালন কারীরা ন্যয্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন,তবে দাম বৃদ্ধির নেপয্যে মাংস ব্যবসায়ীদের সিন্ডিকেট দায়ী এমনটি মনে করেছেন ভোক্তারাভোক্তাদের অভিযোগ মাংস বিক্রিতাদের চাপিয়ে দেয়া দাম সাধারন জনগন/ক্রেতাদের নাকাশ দশায় ফেলেছে
বর্তমান প্রতিকেজি গরুর মাংস ডিমলায় ৩০০-৩২০/=টাকায় বিক্রি হচ্ছেএদিকে গরুর মাংসের সঙ্গে পাল্লা দিয়ে ওজনে দেশি ব্রয়লার মুরগিসহ খাসির মাংসের দর সমানতালে বেরেছে কারনে হোটেল রেস্তেরায় মাংসের দাম আঁচ লেগেছেদর প্রায় স্বাভাবিক ছিলসে সময় গরুর মাংস ২৫০/= টাকা কেজিতে বিক্রি হয়েছেবাজারে ব্রয়লার ১৪০-১৫০/= খাসির াং ৪০০/=টাকায় বিক্রি হচ্ছেকৃষককে এক মন ধান বিক্রি করে কেজি গরুর মাংস কিনতে হচ্ছে

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item