ডোমারে শিশু বিবাহ রোধকল্পে উপজেলা পর্যায়ে সূচনামূলক কর্মশালা

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ইউনিসেফ ও চাইল্ড প্রজেক্ট  আয়োজিত শিশু বিবাহ রোধকল্পে উপজেলা পর্যায়ে সূচনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে ডোমার উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া। বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম,সন্ধ্যা রাণী রায়,ইউনিসেফের চাইল্ড প্রজেক্ট অফিসার আজিজুর রহমান,কমিউনিকেশন অফিসার মাসুদুর রহমান,প্লানিং এন্ড মনিটরিং অফিসার আল মুমিন সরওয়ার,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক,শিক্ষা অফিসার মনসুর আলী,পল্লী উন্নয়ন অফিসার একেএম শামিম,যুব উন্নয়ন অফিসার একেএম জিয়াবুল আলম,ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পাট কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান,ওসি (তদন্ত) আইয়ুব আলী,স্বাস্থ্য উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ সুপপা বনিক,পরিসংখ্যান অফিসার আব্দুল বারী,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবু জাফর,মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদী,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভানেত্রী জেইজী নাজনিন মাশরাফি,প্রেস ক্লাব সভাপতি মোজাফ্ফর আলী,রিপোর্টাস ইউনিটির সহ সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক প্রমূখ। এছাড়াও উক্ত কর্মশালায় ডোমার উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তাগণ শিশু বিবাহ প্রতিরোধ করে ডোমার উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করতে ইউপি চেয়ারম্যান,মেম্বার,শিক্ষক সহ প্রসাসনিক কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item