চিলাহাটিতে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ-২০১৫ উদযাপন

আশরাফুল হক(কাজল)-২০০০ সালের এপ্রিল মাসে সেনেগালের রাজধানী ডাকার-এ অনুষ্ঠিত বিশ্ব শিক্ষা সম্মেলনের ঘোষণা অনুযায়ী বাংলাদেশসহ বিশ্বের ১৮০টি দেশ ২০১৫ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার জন্য একটি ঘোষণাপত্র অনুমোদন করে। এ ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে বর্তমানে প্রতি বছর এপ্রিল মাসে সারা বিশ্বে একযোগে ‘গ্লোবাল অ্যাকশন সপ্তাহ’ উদযাপিত হয়।এ বছর ডাকার ঘোষণা-র ১৫ বছর পূর্তি হয়েছে, সময় এসেছে ফিরে দেখার ‘সবার জন্য শিক্ষা’র (ঊঋঅ) লক্ষ্য অর্জনে আমাদের অর্জন এবং চ্যালেঞ্জসমূহ কী কী? কিভাবে আমরা এ চ্যালেঞ্জসমূহ অতিμম করে সামনে এগিয়ে যেতে পারি?
এ বিষয়সমূহকে গুরুত্ব দিয়ে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ ২০১৫-এর প্রতিপাদ্য (অঈঞওঙঘ!) অ্যাকশন! এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বে এবছর গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত হচ্ছে।তারই অংশ হিসেবে উদয়াঙ্কুর সেবা সংস্থা( ইউএসএস ) একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ক্যাম্পাস প্রকল্পের মাধ্যমে ২৮ এপ্রিল ২০১৫ তারিখে চিলাহাটি সরকারী কলেজে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ-২০১৫ উদযাপন করা হয়।উদযাপনের অংশ হিসেবে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।রচনা প্রতিযোগিতায় চিলাহাটির বিভিন্ন বিদ্যালয়ের ১৪-১৫ বছর বয়সী শিক্ষার্থী ও স্পন্সর শিশু সহ মোট ৩১ জন ছেলেমেয়ে অংশগ্রহন করে।প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জগদীশ চন্দ্র রায়,অধক্ষ্য,চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক,ইউএসএস চিলাহাটি শাখার প্রকল্প সমন্বয়কারী মো: কায়কোবাদ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে “ গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষ্যে যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এতে শিশুদের মধ্যে সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে”। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 674702863077699472

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item