ডোমারে নির্যাতিতা রুপালীর মানবেতর জীবন যাপন

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ভালবেসে বিয়ে করে শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে নির্যাতিতা রুপালী। অভিযোগ সূত্রে জানাযায়,উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া দিঘির পাড় গ্রামের গোলাম মোস্তফার কন্যা রুপালী বেগমের সাথে মিরজাগঞ্জ চেয়ারম্যান পাড়া গ্রামের মাহাবুল ইসলামের পুত্র সাজিনুর ইসলাম নিজেই ভালবেসে পছন্দ করে ১৪/০৪/২০১৩ ইং তারিখে রুপালীকে বিয়ে করে। সাজিনুরের বাবার এ বিয়েতে মতামত না থাকায় তা
র চাচা,মামারা নিজে উপস্থিত থেকে বিয়ে দেয়। সেই থেকে রুপালীর বাবার বাড়ীতে ৪ মাস সংসার জীবন অতিবাহিত করে। সাজিনুর কাজের কথাবলে রুপালীকে তার বাবার বাড়ীতে রেখে ঢাকার চলে যায়। দির্ঘ ৬ মাস বাবার বাড়ীতে থাকা অবস্থায় কোনো প্রকার ভরন পোষন না দিয়ে প্রতারক স্বামী আতœগোপন করে। এলাকার ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি মিলে রুপালীর শশুর মাহাবুল কে বুঝিয়ে তার বাড়ীতে ছেলের বৌকে রেেেখ আসে। শশুর বাড়ীতে ৬ মাস অতিবাহিত হওয়ার পরে রুপালী একটি কন্যা সন্তানের জন্ম দেয়। প্রতারক স্বামী স্ত্রী সন্তানের কোনো প্রকার খোজ খবর না নিয়ে আরেকটি নতুন বিয়ে করে ঢাকায় অবস্থান করছে। সেই থেকে শুরু হয় শশুর শাশুরী ও ননদ কর্তৃক যৌতুকের টাকার চাপ এবং শারিরিক ও মানুষিক নির্যাতন । সন্তান জন্মের ৪০ দিনের মাথায় পরিকল্পিত ভাবে রুপালীকে তার বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়। বাবার বাড়ীতে ১৭দিন থাকার পড়ে রুপালী শশুর বাড়ীতে আসে। পড়ে তাকে শশুর বাড়ীতে ঢুকতে না দিয়ে এক পর্যায়ে মারধর করে গলা ধাক্কা দিয়ে রুপালী ও তার শিশু সন্তানকে তাদের বাড়ী থেকে বের করে দেয়। রুপালী নির্যাতন সইতে না পেড়ে শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ী চলে আসে। প্রতারক স্বামী অদ্যবদী না আসায় অতি কষ্টে একবেলা খেয়ে না খেয়ে কখোনো বা মানুষের বাড়ীতে অথবা মাঠে ঘাটে কাজ কর্ম করে সন্তান বুকে নিয়ে রুপালী  মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে গত ২৩/১০/২০১৪ ইং তারিখে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বোড়াগাড়ী আইন সহায়তা কেন্দ্রে রুপালী  বেগম  একটি মামলা দায়ের করে,মামলা নং ৬৩/১৪। বোড়াগাড়ী ইউনিয়ন সলিসিটর শারমিন সুলতানা শাপলা জানান,আমরা পরপর ২টি নোটিশ জারী করেছি তারা গ্রহন করে নাই। আর ১টি নোটিশ দেয়ার পরেও তারা মিমাংসায় না আসলে আমাদের নিজস্ব এ্যাডভোকেট দ্বারা  আদালতে মামলা রুজু  করবো।  রুপালী তার স্বামী ও  সন্তানের অধিকার সমাজে প্রতিষ্ঠিত করে সংসার জীবনে ফিরে যেতে চায়। বিষযটি আশু সমাধানের জোর দাবী জানিয়েছেন রুপালীর পরিবার।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item